ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নাটকীয় উত্থান ঘটেছে। শুধু ১ দিনেই (শুক্রবার, ১৩ অক্টোবর) প্রতি আউন্সের দর বেড়েছে প্রায় ৫৮ ডলার। আলোচ্য কার্যদিবস শেষে আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ১৯৪১ ডলার ৪০ সেন্টে।

কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ফিউচার মার্কেটে সবচেয়ে সক্রিয় স্বর্ণের আগামী ডিসেম্বরের চুক্তি মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৫৮ ডলার ৫০ সেন্ট।

এতে স্পষ্ট, সম্প্রতি নিরাপদ আশ্রয় ধাতুটির চাহিদা শক্তিশালী হয়েছে। মূলত, ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে সমসাময়িক ভূ-রাজনীতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে বুলিয়ন মার্কেটে। তাতে মধ্যপ্রাচ্যে সংকট বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ফলে স্বর্ণের দাম বেড়েছে। কারণ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতার সময় মূল্যবান ধাতুটির দর বেড়ে যায়। এ কারণে একে দুঃসময়ে বন্ধু বলা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতু স্বর্ণে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, যদি ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়, তাহলে চলতি বছরই প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলার ছাড়িয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা আছে।

তিনি বলেন, ইতোমধ্যে আউন্সপ্রতি স্বর্ণের দর ১৮০০ থেকে ১৯০০ ডলারের মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। পরিপ্রেক্ষিতে বলা যায়, তা ২০০০ ডলারের দ্বারপ্রান্তে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

আপডেট সময় : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নাটকীয় উত্থান ঘটেছে। শুধু ১ দিনেই (শুক্রবার, ১৩ অক্টোবর) প্রতি আউন্সের দর বেড়েছে প্রায় ৫৮ ডলার। আলোচ্য কার্যদিবস শেষে আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ১৯৪১ ডলার ৪০ সেন্টে।

কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ফিউচার মার্কেটে সবচেয়ে সক্রিয় স্বর্ণের আগামী ডিসেম্বরের চুক্তি মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৫৮ ডলার ৫০ সেন্ট।

এতে স্পষ্ট, সম্প্রতি নিরাপদ আশ্রয় ধাতুটির চাহিদা শক্তিশালী হয়েছে। মূলত, ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে সমসাময়িক ভূ-রাজনীতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে বুলিয়ন মার্কেটে। তাতে মধ্যপ্রাচ্যে সংকট বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ফলে স্বর্ণের দাম বেড়েছে। কারণ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতার সময় মূল্যবান ধাতুটির দর বেড়ে যায়। এ কারণে একে দুঃসময়ে বন্ধু বলা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতু স্বর্ণে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, যদি ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়, তাহলে চলতি বছরই প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলার ছাড়িয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা আছে।

তিনি বলেন, ইতোমধ্যে আউন্সপ্রতি স্বর্ণের দর ১৮০০ থেকে ১৯০০ ডলারের মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। পরিপ্রেক্ষিতে বলা যায়, তা ২০০০ ডলারের দ্বারপ্রান্তে রয়েছে।