আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৪৪৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৭জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। শুক্রবার (১৩ই অক্টোবর) সংবাদমাধ্যম রয়র্টাস এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, বাঘলান প্রদেশের পোল-ই-খোমরি শহরে ইমাম জামান মসজিদে জুমার নামাজ আদায়ে জড়ো হন শিয়া মুসলিমরা। এ সময়েই এ হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। প্রাদেশিক তথ্য ও মিডিয়া প্রধান মোস্তফা আসাদুল্লাহ হাশিমি জানান, ‘ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
উল্লেখ্য, মার্কিন সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবানরা। এরপর থেকেই দেশটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা অনেক কমেছে। তবে, আঞ্চলিক কিছু সশস্ত্র গোষ্ঠী এখনও দেশটিতে বিভিন্ন সময়ে হামলা চালাচ্ছে।