০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট রেকর্ডে ভাঙচুর করল আর্জেন্টিনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৭৪ দেখেছেন

ফুটবলে তাদের সাফল্য কে না জানে। সর্বশেষ ফুটবল বিশ্বকাপটাও জিতেছেন লিওনেল মেসিরা। ফুটবল ছাড়াও টেনিস, রাগবি, হকি – এসব খেলাতেও আর্জেন্টিনার বেশ পরিচিতি আছে।

কিন্তু ক্রিকেট? সেভাবে বলা যায় না। কিন্তু সেই ক্রিকেটের রেকর্ডবইতেই ভাঙচুর চালিয়েছে আর্জেন্টিনা। মেয়েদের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং আর বোলিংয়ের অবিশ্বাস্য প্রদর্শনী মিলিয়ে চোখ কপালে তুলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

কিন্তু কী করেছে তারা? খোলাসা করে বলা যাক। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনার বুয়েনোস এইরেস গিয়েছে চিলির মেয়েদের ক্রিকেট দল। প্রথম ম্যাচে চিলির বোলারদের একরকম কচুকাটা করেছে আর্জেন্টিনা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৪২৭ রান।

না, ভুল পড়েননি। ৪২৭-ই! মেয়েদের টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রান এটাই, যা পেছনে ফেলেছে বাহরাইনের মেয়েদের করা ৩১৮ রানকে।

সেঞ্চুরি করেছেন আর্জেন্টিনার দুই ওপেনার। লুসিয়া টেলর আর আলবের্তিনা গালান দুজনই ৮৪টা করে বল খেলেছেন, প্রথমজন করেছেন ১৬৯ রান, দ্বিতীয়জন একটু ‘কম’ ঝড় তুলে করেছেন ১৪৫ রান। লুসিয়া টেলরের ১৬৯ এখন মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংস খেলার পথে শুধু বাউন্ডারি থেকেই ১০৮ রান নিয়েছেন তিনি, যা এর আগে আর কেউ করেননি। ওয়ান ডাউনে নামা মারিয়া কাস্তিনিয়েইরাস করেছেন ১৬ বলে ৪০। অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে চমকে দিয়েছেন চিলির বোলাররা। ৬৪টা ওয়াইড সহ অতিরিক্ত খাতে মোট ৭৩ রান দিয়েছেন তাঁরা! মেয়েদের টি-টোয়েন্টিতে অতিরিক্ত খাত থেকে সবচেয়ে বেশি রান আসার রেকর্ড এটাই। মজার ব্যাপার হলো, এই বিধ্বংসী ইনিংসে কোনো ছক্কা নেই। আর্জেন্টিনার তিন ব্যাটার মিলে মেরেছেন ৫৭টা চার। অর্থাৎ, ১২০ বলের মধ্যে প্রায় দশ ওভারই হয়েছে বাউন্ডারি।

পঞ্চাশের কমে রান দেননি কোনো চিলির বোলার। কন্তানসা ওয়ার্সে ৪ ওভারে ৯২ রান দিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছেন। অবশ্য আরেক বোলার ফ্লোরেন্সিয়া মার্তিনেস তাঁকে পুরো চার ওভার বল করতে না দেওয়ার জন্য চিলির অধিনায়ক কামিলা ভালদেসকে ধন্যবাদ জানাতে পারেন, না হয় ওয়ার্সের রেকর্ডটা মার্তিনেসের হলেও হতে পারত। মার্তিনেস যে ১ ওভার বল করেই ৫২ রান দিয়েছেন!

জবাবে ১৫ ওভার খেলেই ৬৩ রানে অলআউট হয়েছে চিলি। হেরেছে ৩৬৪ রানে। মেয়েদের টি-টোয়েন্টিতে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড যে আর নেই, তা হয়তো এ পর্যায়ে আর না বলে দিলেও চলছে!

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ক্রিকেট রেকর্ডে ভাঙচুর করল আর্জেন্টিনা

আপডেট : ০৬:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

ফুটবলে তাদের সাফল্য কে না জানে। সর্বশেষ ফুটবল বিশ্বকাপটাও জিতেছেন লিওনেল মেসিরা। ফুটবল ছাড়াও টেনিস, রাগবি, হকি – এসব খেলাতেও আর্জেন্টিনার বেশ পরিচিতি আছে।

কিন্তু ক্রিকেট? সেভাবে বলা যায় না। কিন্তু সেই ক্রিকেটের রেকর্ডবইতেই ভাঙচুর চালিয়েছে আর্জেন্টিনা। মেয়েদের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং আর বোলিংয়ের অবিশ্বাস্য প্রদর্শনী মিলিয়ে চোখ কপালে তুলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

কিন্তু কী করেছে তারা? খোলাসা করে বলা যাক। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনার বুয়েনোস এইরেস গিয়েছে চিলির মেয়েদের ক্রিকেট দল। প্রথম ম্যাচে চিলির বোলারদের একরকম কচুকাটা করেছে আর্জেন্টিনা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৪২৭ রান।

না, ভুল পড়েননি। ৪২৭-ই! মেয়েদের টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রান এটাই, যা পেছনে ফেলেছে বাহরাইনের মেয়েদের করা ৩১৮ রানকে।

সেঞ্চুরি করেছেন আর্জেন্টিনার দুই ওপেনার। লুসিয়া টেলর আর আলবের্তিনা গালান দুজনই ৮৪টা করে বল খেলেছেন, প্রথমজন করেছেন ১৬৯ রান, দ্বিতীয়জন একটু ‘কম’ ঝড় তুলে করেছেন ১৪৫ রান। লুসিয়া টেলরের ১৬৯ এখন মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংস খেলার পথে শুধু বাউন্ডারি থেকেই ১০৮ রান নিয়েছেন তিনি, যা এর আগে আর কেউ করেননি। ওয়ান ডাউনে নামা মারিয়া কাস্তিনিয়েইরাস করেছেন ১৬ বলে ৪০। অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে চমকে দিয়েছেন চিলির বোলাররা। ৬৪টা ওয়াইড সহ অতিরিক্ত খাতে মোট ৭৩ রান দিয়েছেন তাঁরা! মেয়েদের টি-টোয়েন্টিতে অতিরিক্ত খাত থেকে সবচেয়ে বেশি রান আসার রেকর্ড এটাই। মজার ব্যাপার হলো, এই বিধ্বংসী ইনিংসে কোনো ছক্কা নেই। আর্জেন্টিনার তিন ব্যাটার মিলে মেরেছেন ৫৭টা চার। অর্থাৎ, ১২০ বলের মধ্যে প্রায় দশ ওভারই হয়েছে বাউন্ডারি।

পঞ্চাশের কমে রান দেননি কোনো চিলির বোলার। কন্তানসা ওয়ার্সে ৪ ওভারে ৯২ রান দিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়েছেন। অবশ্য আরেক বোলার ফ্লোরেন্সিয়া মার্তিনেস তাঁকে পুরো চার ওভার বল করতে না দেওয়ার জন্য চিলির অধিনায়ক কামিলা ভালদেসকে ধন্যবাদ জানাতে পারেন, না হয় ওয়ার্সের রেকর্ডটা মার্তিনেসের হলেও হতে পারত। মার্তিনেস যে ১ ওভার বল করেই ৫২ রান দিয়েছেন!

জবাবে ১৫ ওভার খেলেই ৬৩ রানে অলআউট হয়েছে চিলি। হেরেছে ৩৬৪ রানে। মেয়েদের টি-টোয়েন্টিতে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড যে আর নেই, তা হয়তো এ পর্যায়ে আর না বলে দিলেও চলছে!