রোনালদোর রেকর্ড গড়া রাতে মূল পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে দুইশতম ম্যাচ খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়েতে বিশেষ সম্মাননায় তাকে বরণ করে নেয়া হয়। এমন স্মরণীয় ম্যাচ আরও স্মরণীয় করে রাখলেন সিআরসেভেন।
শুক্রবার (১৩ অক্টোবর) পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়েতে রাত পৌনে ১টায় ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্লোভাকিয়া। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পায় পর্তুগাল। দলের পক্ষে জোড়া গোল করেন রোনালদো। এছাড়া একটি গোল করেন গঞ্জালো রামোস। অপর দিকে স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।
ম্যাচটির ১৮তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন গঞ্জালো রামোস। এর ২০ মিনিট পর সফল স্পট কিক থেকে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। এতে করে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্লোভাকিয়া। ফল হাতে নাতে ধরা দেয় ম্যাচের ৬৯তম মিনিটে। ল্যাসজিও ব্যানেসের অ্যাসিস্ট থেকে গোল করেন ডেভিড হ্যানকো। তবে স্লোভাকিয়ানদের সে উৎসব বেশিক্ষণ থাকতে দেননি রোনালদো। তিন মিনিট পর পর্তুগালের লিড আরও বাড়িয়ে নেন আল নাসর তারকা। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।
আরেকটি গোল খেয়ে স্লোভাকিয়াও গোল শোধে মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৮০তম মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেয় তারা। অন্দ্রেজ দোদার অ্যাসিস্ট থেকে গোল করেন স্ট্যানিস্লাভ লোবোটকা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় তারা। আর তাতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। ‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচে শতভাগ জয়ে তিন ম্যাচ আগেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেয় দলটি।