ইসরায়েল–হামাস যুদ্ধ নিয়ে সৌদিকে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
চলমান ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল শুক্রবার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও কথা বলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। সেখানে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যের গুরুতর পরিস্থিতি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এস জয়শংকর আরও বলেন, ‘দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলাকে একটি সন্ত্রাসী হামলা বলে মনে করে ভারত। একই সঙ্গে ভারত মনে করে, ফিলিস্তিনিদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দুই দেশের সরাসরি আলোচনা প্রয়োজন। আলোচনার মাধ্যমেই ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি থাকতে পারে।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। হামাসের হামলার পর ইসরায়েলের পক্ষে বিবৃতি দেওয়ায় ভারতের ওপর বিরক্ত হয়েছিল আরব দেশগুলো। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন রয়েছে, যারা হামাসের হামলার নিন্দা করেছে। কারণ দেশ দুটির সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে। অন্যদিকে কাতার, কুয়েত, ওমান ও সৌদি আরব ইসরায়েলি হামলার নিন্দা করেছে। তারা হামাসের নাম উল্লেখ করেনি।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। হামাসের হামলায় এ পর্যন্ত ১৩ শ ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় নিহত হয়েছেন ১৮ শ ফিলিস্তিনি।