ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েল-হামাস যুদ্ধ, জরুরি বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে বিশেষ জরুরি বৈঠকে বসছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি ‘সামরিক সংঘাতবৃদ্ধি’ ও গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হুমকি নিয়ে আলোচনা করতে চায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। গতকাল শনিবার এক বিবৃতিতে ওআইসি জানায়, আগামী বুধবার জেদ্দায় সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ জরুরি বৈঠক হবে।

ওআইসি ওয়েব সাইটে এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের আমন্ত্রণে ওআইসি গাজা ও এর আশপাশে বিদ্যমান সামরিক পরিস্থিতি, বেসামরিক নাগরিকদের জীবনের হুমকি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভার আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সংস্থা হলো ওআইসি। এর সদস্য সংখ্যা ৫৭টি।

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আলোচনা স্থগিত করার পর এ জরুরি বৈঠক ডাকল ওআইসি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১৩ শর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল-হামাস যুদ্ধ, জরুরি বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

আপডেট সময় : ০৬:১৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাসের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে বিশেষ জরুরি বৈঠকে বসছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি ‘সামরিক সংঘাতবৃদ্ধি’ ও গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হুমকি নিয়ে আলোচনা করতে চায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। গতকাল শনিবার এক বিবৃতিতে ওআইসি জানায়, আগামী বুধবার জেদ্দায় সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ জরুরি বৈঠক হবে।

ওআইসি ওয়েব সাইটে এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের আমন্ত্রণে ওআইসি গাজা ও এর আশপাশে বিদ্যমান সামরিক পরিস্থিতি, বেসামরিক নাগরিকদের জীবনের হুমকি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভার আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সংস্থা হলো ওআইসি। এর সদস্য সংখ্যা ৫৭টি।

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আলোচনা স্থগিত করার পর এ জরুরি বৈঠক ডাকল ওআইসি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১৩ শর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।