ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় বেসামরিক ফিলিস্তিনি হত্যায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৪৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজান। রোববার সকালে তাঁরা এ সাক্ষাৎ করেন বলে জানা যায়।

এই সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া গাজায় জোরপূর্বক ক্ষমতা প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তার আহ্বানও জানানো হয়, যাতে এই অঞ্চলে মানবিক বিপর্যয় না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি হামলায় গাজার কিছু শহর পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে একটি খান ইউনিস। বাসিন্দাদের দাবি, নির্বিচার গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আশ্রয়কেন্দ্র এমনকি উদ্ধার অভিযানের সময়ও চালানো হচ্ছে বিমান হামলা। গাজায় কোথাও কোনো নিরাপদ জায়গা নেই বলে জানান বাসিন্দারা। খাবার-পানি-বিদ্যুৎ সংকটে ভয়াবহ মানবেতর জীবন পার করছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

গাজায় বেসামরিক ফিলিস্তিনি হত্যায় বাংলাদেশের নিন্দা

আপডেট সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজান। রোববার সকালে তাঁরা এ সাক্ষাৎ করেন বলে জানা যায়।

এই সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া গাজায় জোরপূর্বক ক্ষমতা প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তার আহ্বানও জানানো হয়, যাতে এই অঞ্চলে মানবিক বিপর্যয় না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি হামলায় গাজার কিছু শহর পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে একটি খান ইউনিস। বাসিন্দাদের দাবি, নির্বিচার গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আশ্রয়কেন্দ্র এমনকি উদ্ধার অভিযানের সময়ও চালানো হচ্ছে বিমান হামলা। গাজায় কোথাও কোনো নিরাপদ জায়গা নেই বলে জানান বাসিন্দারা। খাবার-পানি-বিদ্যুৎ সংকটে ভয়াবহ মানবেতর জীবন পার করছেন তাঁরা।