আইসিসির সহযোগী দুই সদস্য দেশ আর্জেন্টিনা ও চিলি। দুই দেশের মেয়েদের মধ্যে চলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে আর্জেন্টিনার মেয়েরা যা করল, তার সাক্ষী এর আগে কেউ হয়নি। ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৪২৭ রান করে বিশ্বরেকর্ড গড়ে তারা। চিলিকে ৬৩ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয় ৩৬৪ রানের বিশাল ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও আর্জেন্টাইন মেয়েরা রানের ঝালে দিশেহারা করেছে চিলির মেয়েদের। গতকাল শনিবার (১৪ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হয় দুই দল। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করে আর্জেন্টিনা। চিলিকে ১৯ রানে অলআউট করে ম্যাচ জেতে ২৮১ রানে।
আর্জেন্টিনার পক্ষে সেঞ্চুরি করেন ওয়ানডাউনে নামা মারিয়া। ৫৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় করা মারিয়ার ১০৫ রান দলের পক্ষে সর্বোচ্চ। প্রথম ম্যাচে ৬৪টি নো বল দেওয়া চিলির মেয়েরা এ ম্যাচে নো দেয় ২৫টি। তবে, ওয়াইড ও বাই মিলিয়ে অতিরিক্ত রান দেয় ৫৭।
৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে চিলির মেয়েরা ৯.২ ওভারে অলআউট হয় মাত্র ১৯ রানে। দলের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। মিরান্ডা তিন রান ও সোফিয়া করেন এক রান। বাকি ৯ জন আউট হন শূন্য রানে। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে ৯ জনের শূন্য রানের আউট হওয়ার এটিই লজ্জাজনক বিশ্বরেকর্ড।