তৃতীয় দফা শক্তিশালী ঝাঁকুনিতে কাঁপলো আফগানিস্তান। আজ রোববার (১৫ অক্টোবর) রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এবারও কম্পনের কেন্দ্রস্থল গতবারের ভূমিকম্পে লণ্ডভণ্ড হেরাতের কাছাকাছি।
ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে আঘাত হানে। এ মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে ঘরবাড়ি, পরিবার-পরিজন, সহায়-সম্বল হারিয়ে অনবরত আফটার শকে আতঙ্কিতরা খোলা আকাশের নিচে থাকায় এবার ক্ষয়ক্ষতি কম হবে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্প পর্যবেক্ষক মার্কিন সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, এবার কম্পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৩। কেন্দ্রস্থল ছিলো হেরাত শহর থেকে ২০ মাইল দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় চার মাইল গভীরে। এর ২০ মিনিট পর ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
গত ৭ অক্টোবর ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প ও আটটি আফটার শকে পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশে অন্তত চার হাজার মানুষের মৃত্যু হয়। গণকবর দেয়া হয় শতশত মানুষকে। ইউনিসেফের তথ্য-উপাত্ত অনুযায়ী হাতহতের ৯০ শতাংশই নারী ও শিশু।