একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুই খেলায় হেরে এমনিতেই বিপদে আছে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচের আগে তারা পেলো বড় দুঃসংবাদ। তাদের অধিনায়ক দাসুন শানাকা চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। উরুর চোটে তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তার জায়গায় রিজার্ভে থাকা চামিকা করুনারত্নেকে দলে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
এই পরিবর্তন অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি। আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘গত ১০ই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ চলাকালে ডান উরুর পেশির চোটের কারণে ছিটকে যাওয়া শানাকার স্থলাভিষিক্ত করা হয়েছে ২৩ ওয়ানডে খেলা করুণারত্নেকে।’
স্বাভাবিকভাবেই অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন দলের সহঅধিনায়ক কুশল মেন্ডিস।