ফিলিস্তিনিরা গাজা ছাড়বে না: ইসমাইল হানিয়া
- আপডেট সময় : ০৬:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
গাজা উপত্যকা ছাড়তে ফিলিস্তিনিদের ২৪ ঘণ্টা সময় দেয় ইসরায়েল বাহিনী। সে সময় ইতোমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরা গাজা ছাড়বেন না বলে জানিয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। খবর আল আরাবিয়া
শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের কয়েকটি দেশকে নিয়ে আমাদের শত্রু ইসরায়েল এসব গণহত্যা করছে।
ইসমাইল হানিয়া বলেন, গাজার মানুষ নিজ ভূমিতেই আছেন, তারা কখনও গাজা ছেড়ে পালিয়ে যাবেন না। তারা তাদের মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
হামাস প্রধান বলেন, গাজার মানুষকে আমি সালাম জানাই, যারা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন।
টেলিভিশনে দেওয়া ভাষণে হামাস প্রধান বলেন, ইসরায়েল সব সময় ফিলিস্তিনের সাধারণ মানুষকে নিশানা করলেও হামাস করে না। হামাস একটি স্বাধীনতা আন্দোলনের নাম- যারা এসব নীতি মেনে চলে।
উল্লেখ্য, গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষে প্রাণ হারিয়েছে।