বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়ে চিন্তা করব : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শর্ত প্রত্যাহার করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আমরা সংলাপের চিন্তা করব।
রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কাদের বলেন, ‘বিএনপি যদি তাদের শর্ত প্রত্যাহার করে তখন দেখা যাবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও শান্তিপূর্ণ ইলেকশন- বিএনপির এসব দাবিতে আমাদের কোনো দ্বিমত নেই।’
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল যে পাঁচটি পরামর্শ দিয়েছেন সেগুলোতেও কোনো দ্বিমত নেই বলে জানান ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘আমাদের সংবিধানে যে বিধিবিধান আছে, সেগুলো মেনেই নির্বাচন হবে। অন্য সাংবিধানিক রাষ্ট্র যেভাবে নির্বাচন করে সেভাবে করা হবে।’
নির্বাচনকালীন একটা সরকার হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চলমান মন্ত্রী পরিষদ থাকবে কি থাকবে না– শিডিউল ঘোষণা হলে এটি করা হবে।
মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে নির্বাচনকালীন পরিবেশ তারপর লেভেল প্লেয়িং ফিল্ড, পলিটিক্যাল পার্টি হিসেবে অংশগ্রহণকারী দলের যে সুযোগ-সুবিধা সে সুযোগ-সুবিধা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রীর পদত্যাগ করলে কার সঙ্গে আলোচনা করবে? রাষ্ট্রপতি আলোচনা করতে চেয়েছেন সেই আলোচনাও তারা বাতিল করেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে পরপর তারা দুইবার আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে।