ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদেশিদের পরামর্শ নিয়ে হইচইয়ের কিছু নেই: মোমেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন বিষয়ে বিদেশি পর্যবেক্ষকদের পরামর্শ নিয়ে হইচই করার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সংসদ নির্বাচন নিয়ে এমন সুপারিশ নতুন কিছু নয়।

মন্ত্রী বলেন, ‘তারা (মার্কিন প্রতিনিধিদল) তাদের বক্তব্য দিয়েছেন, দিস ইজ ওয়েলকাম। দিজ আর নট নাথিং ডিফরেন্ট। তারা একটি ফরমায়েশি ইয়ে দিয়েছে, ফাইন। এটা তাদের অপিনিয়ন। আমরা মনে করি না এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটা নিয়ে অত হইচই করার কোনো কারণ নাই।’

নির্বাচনকে খেলা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কথা বলে বিদেশিরা মজা পায়। তাদের পরামর্শ গ্রহণ করা হবে কি না, তা ভেবে দেখবে সরকার।’

মোমেন আরও বলেন, ‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলো কি না সেটা বড় বিষয় না, ভোটাররাই সরকারের কাছে মূল বিষয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় কোনো পর্যবেক্ষক থাকেন না।

আসন্ন জাতীয় নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় এসেছিল যুক্তরাষ্ট্রের প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দলের ৬ সদস্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক–নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে।

সফর শেষে তাদের দেওয়া পরামর্শগুলো হলো—
⦁ সহনশীল বক্তব্য এবং নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
⦁ নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।
⦁ অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতায় অপরাধীদের জবাবদিহি করতে হবে।
⦁ সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
⦁ নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সমস্যার সমাধান।’ ফিলিস্তিন সংকট নিয়ে আগামী ১৮ অক্টোবর সৌদি আরবে ওআইসির বৈঠকে বাংলাদেশ যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বিদেশিদের পরামর্শ নিয়ে হইচইয়ের কিছু নেই: মোমেন

আপডেট সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

নির্বাচন বিষয়ে বিদেশি পর্যবেক্ষকদের পরামর্শ নিয়ে হইচই করার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সংসদ নির্বাচন নিয়ে এমন সুপারিশ নতুন কিছু নয়।

মন্ত্রী বলেন, ‘তারা (মার্কিন প্রতিনিধিদল) তাদের বক্তব্য দিয়েছেন, দিস ইজ ওয়েলকাম। দিজ আর নট নাথিং ডিফরেন্ট। তারা একটি ফরমায়েশি ইয়ে দিয়েছে, ফাইন। এটা তাদের অপিনিয়ন। আমরা মনে করি না এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটা নিয়ে অত হইচই করার কোনো কারণ নাই।’

নির্বাচনকে খেলা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কথা বলে বিদেশিরা মজা পায়। তাদের পরামর্শ গ্রহণ করা হবে কি না, তা ভেবে দেখবে সরকার।’

মোমেন আরও বলেন, ‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলো কি না সেটা বড় বিষয় না, ভোটাররাই সরকারের কাছে মূল বিষয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় কোনো পর্যবেক্ষক থাকেন না।

আসন্ন জাতীয় নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় এসেছিল যুক্তরাষ্ট্রের প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দলের ৬ সদস্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক–নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে।

সফর শেষে তাদের দেওয়া পরামর্শগুলো হলো—
⦁ সহনশীল বক্তব্য এবং নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
⦁ নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।
⦁ অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতায় অপরাধীদের জবাবদিহি করতে হবে।
⦁ সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
⦁ নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সমস্যার সমাধান।’ ফিলিস্তিন সংকট নিয়ে আগামী ১৮ অক্টোবর সৌদি আরবে ওআইসির বৈঠকে বাংলাদেশ যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।