ইসরায়েলকে গাজায় গণহত্যা এবং যুদ্ধাপরাধ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দ্রুত সময়ের মধ্যে ইসরায়েল গাজায় হামলা চালানো বন্ধ না করলে তাকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনেয়ি। গতকাল শনিবার এ হুমকি দিয়েছেন তিনি। আর গাজায় এবার তিন দিক দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল সেনাবাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কখন এ হামলা চালানো হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে এ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আবার গাজায় স্থল অভিযানও চালাতে চায় ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৈন্যদের বলেছেন, পরবর্তী পদক্ষেপ আসছে। খবর আল আরাবিয়া
তবে গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জড়ানোর হুঁশিয়ারি দিল ইরান। গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে জাতিসংঘের দূত টর ওয়েন্সল্যান্ডের সঙ্গে বৈঠকের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এমন হুঁশিয়ারি দেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল-হামাস যুদ্ধে অন্যান্য দলকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'যদি কেউ এই পরিস্থিতির ফায়দা লুটার চেষ্টা করেন। তাহলে বলব, করবেন না।'
ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনেয়ি বলেন, ইসরায়েলে হামাসের হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে আনবে। বর্তমান ঘটনাপ্রবাহ ফিলিস্তিনে ইসলামের অবিশ্বাস্য শক্তির এক ইঙ্গিত। ইনশাআল্লাহ, ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে।
এদিকে আফ্রিকার দেশ নাইজেরিয়ার শিয়া মতাবলম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। বৈঠকে গাজার চলমান যুদ্ধকে তিনি ইসলামের শক্তির অন্যতম প্রতীক হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে গতকাল ১১ লাখ ফিলিস্তিনিকে উত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এ নির্দেশনার পরই অনেকে উত্তর ভূখণ্ড ছাড়তে শুরু করে। কেউ গাড়ি ব্যবহার করে আবার কেউ পায়ে হেটে রওনা দেয়।
ইসরায়েল এমন নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, এ নির্দেশনার অর্থ হলো হাসপাতালে ভর্তি আহতদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।
ইসরায়েল সেনাবাহিনীর নির্দেশনার পর অনেক নারী ও শিশু উত্তর গাজা ছাড়তে শুরু করে। এ সময় হামলা চালায় ইসরায়েল বাহিনী। এতে নারী ও শিশু নিহতের ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে ১৩০০ জন মানুষ নিহত হয়। এ ঘটনার পরই ফিলিস্তানে পাল্টা হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী। এতে ২২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।