রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, কয়কজনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
কেয়াটেকার সরকার প্রতিষ্ঠাসহ কারাগারে আটক সকল বিরোধী দলীয় নেতা-কর্মী এবং আলেম-উলামাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভে কয়েক হাজার লোক অংশ নিয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ইত্তেফাক মোড়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
জামায়াতে ইসলামীর অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল শেষ করে নেতাকর্মীরা যখন চলে যাচ্ছিল তখনই পুলিশ তাদের উপর হামলা চালায়। একই সাথে বেশকয়কজনকে গ্রেফতার করে। কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেনি দলটি
মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। কিন্তু জামায়া-শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নামে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। আমরা আর বরদাশত করবো না। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছি।
তিনি বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধনে নির্বাচন দিতে হবে। তফসিল ঘোষণার পায়তারা চলছে, জনগণকে সাথে নিয়ে তফসিল ঘোষণার যে কোনো ষড়যন্ত্র বানচাল করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নুরুল ইসলাম বুলবুল।