ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির কথায় বিভ্রান্ত হলে অনেক মানুষ মরবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৫২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কথায় বিভ্রান্ত হলে দেশে অনেক মানুষ মরবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা দেখেছি, বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে। বিএনপির কথায় মানুষ বিভ্রান্ত হলে, এই দেশে অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে এই স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপি কখনো বিভ্রান্তকর তথ্য ছড়াতো না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি মা-বোনদের বেশি দেখেন। মেয়েদের জন্য বিনামূল্যে বই বিতরণ, চাকরিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। যা আগে কখনো ছিল না।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, স্কুলপড়ুয়া ৯ থেকে ১৫ বছর বয়সী প্রতিটি মেয়েকে এক ডোজ জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে।

প্রাথমিকভাবে এই টিকা কর্যক্রম এক মাস চলবে। পর্যায়ক্রমে সারা দেশে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিএনপির কথায় বিভ্রান্ত হলে অনেক মানুষ মরবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

বিএনপির কথায় বিভ্রান্ত হলে দেশে অনেক মানুষ মরবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা দেখেছি, বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে। বিএনপির কথায় মানুষ বিভ্রান্ত হলে, এই দেশে অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে এই স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপি কখনো বিভ্রান্তকর তথ্য ছড়াতো না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি মা-বোনদের বেশি দেখেন। মেয়েদের জন্য বিনামূল্যে বই বিতরণ, চাকরিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। যা আগে কখনো ছিল না।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, স্কুলপড়ুয়া ৯ থেকে ১৫ বছর বয়সী প্রতিটি মেয়েকে এক ডোজ জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে।

প্রাথমিকভাবে এই টিকা কর্যক্রম এক মাস চলবে। পর্যায়ক্রমে সারা দেশে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন প্রমুখ।