অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট
- আপডেট সময় : ১০:০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
অলিম্পিক গেমসকে বলা হয় ’গ্রেটেস্ট শো অন আর্থ।’ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। প্রতি চার বছর পরপর অ্যাথলেটরা শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বের সামনে নিজেদের মেলে ধরেন। ক্রীড়া মহাযজ্ঞে আমাদের নাম না জানা অনেক খেলা থাকলেও পরিচিত ক্রিকেট নেই। আশার কথা, অবশেষে অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট।
২০২৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেবারই ইভেন্ট হিসেবে ক্রিকেটকে পুনরায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ভারতের মুম্বাইয়ে ১৪১তম অধিবেশনে আজ সোমবার (১৬ অক্টোবর) বিষয়টি চূড়ান্ত করেছে আইওসি। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা।
প্রথম ও শেষবারের মতো ১৯০০ সালের অলিম্পিকে ইভেন্ট হিসেবে ছিল ক্রিকেট। সেবার কেবল দুটি দল অংশ নিয়েছিল— গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। এরপর থেকে আর ক্রিকেটকে ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করেনি অলিম্পিক। অবশেষে ১২৮ বছর পর খেলাটি ফিরছে গ্রেটেস্ট শো অন আর্থে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে অনেকদিন ধরেই চেষ্টা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৮ সালের অলিম্পিকে লক্ষ্য করেই আইওসির সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়েছে তারা।