ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েল ভূখণ্ডে হিজবুল্লাহর হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল–হামাস যুদ্ধে এবার গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে দাঁড়িয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র এসে পড়ছে ইসরায়েল ভূখণ্ডে। এবার এই হামলার মুখে লেবানন সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল।

সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, লেবানন সীমান্ত এলাকার দুই কিলোমিটারের মধ্যে থাকা ২৮টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি আন্না ফসটার লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে বলেছেন, আমরা গত কয়েকদিন ধরে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি। তাদের বেশিরভাগই ইতিমধ্যে সরে গেছেন। সোমবার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেননি তারা।

তিনি বলেন, আমরা এমন কিছু পরিবারের সাথে কথা বলেছি যারা তাদের জিনিসপত্র গুছিয়ে, সন্তানদের নিয়ে নিরাপদে দক্ষিণের দিকে চলে গেছেন। সীমান্তের কিছু গ্রাম ইতিমধ্যে তিন-চতুর্থাংশ বা তারও বেশি খালি রয়েছে।

কিছু কিছু ক্ষেত্রে এখন কেবল সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। আন্না ফসটার বলেন, গতকাল যখন আমরা সীমান্তে ছিলাম তখন এক পর্যায়ে সীমান্তের ওপারে এক ঘণ্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি গুলি চলেছিল। সীমান্তের লেবাননের অংশের কিছু কিছু গ্রামে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্ট রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখলে ‘প্রাণঘাতী’ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে হিজবুল্লাহ। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গাজা উপত্যকায় আমাদের চলমান অভিযানের উদ্দেশ্য বাধাগ্রস্ত করার লক্ষ্যে গত কয়েক দিন ধরে ইরানের নির্দেশনা ও সমর্থনে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলা লেবাননের ও এর নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলছে।

তিনি বলেন, ‘আমরা উত্তর সীমান্তে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছি এবং আমাদের বিরুদ্ধে যেকোনও ধরনের কার্যকলাপের আক্রমণাত্মক জবাব দেওয়া হবে। যদি হিজবুল্লাহ আমাদের শক্তি-সক্ষমতার পরীক্ষা নেওয়ার সাহস দেখায়, তাহলে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

অন্যদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝে আটকা পড়া মার্কিন নাগরিকদের একটি দল অবশেষে ইসরায়েল ছেড়েছে। সোমবার মার্কিন নাগরিকদের বহনকারী রয়্যাল ক্যারিবিয়ানের একটি প্রমোদতরী সাইপ্রাসের উদ্দেশ্যে ইসরায়েল ছেড়েছে।

ইসরায়েলের হাইফা বন্দর থেকে এই প্রমোদতরী যাত্রা শুরু করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ আপডেটে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রয়্যাল ক্যারিবিয়ানের একটি প্রমোদতরীতে করে সাইপ্রাসের উদ্দেশ্যে ইসরায়েলের হাইফা বন্দর ছেড়েছেন মার্কিন কিছু নাগরিক।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত বাড়ছেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন।

ইসরায়েলে হামলা চালিয়ে মোট ১৯৯ জনকে অপহরণ করেছে ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস। সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সেনাবাহিনীর এমনটি জানায়।

সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৯৯ জন অপহরণ হওয়ার খবর জানতে পেরেছি।’

এর আগে ইসরায়েল জানিয়েছিল, গত ৭ অক্টোবর হামাস হামলা চালিয়ে ১৫৫ জনকে অপহরণ করে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল ভূখণ্ডে হিজবুল্লাহর হামলা

আপডেট সময় : ০৩:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

ইসরায়েল–হামাস যুদ্ধে এবার গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে দাঁড়িয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র এসে পড়ছে ইসরায়েল ভূখণ্ডে। এবার এই হামলার মুখে লেবানন সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল।

সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, লেবানন সীমান্ত এলাকার দুই কিলোমিটারের মধ্যে থাকা ২৮টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি আন্না ফসটার লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে বলেছেন, আমরা গত কয়েকদিন ধরে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি। তাদের বেশিরভাগই ইতিমধ্যে সরে গেছেন। সোমবার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেননি তারা।

তিনি বলেন, আমরা এমন কিছু পরিবারের সাথে কথা বলেছি যারা তাদের জিনিসপত্র গুছিয়ে, সন্তানদের নিয়ে নিরাপদে দক্ষিণের দিকে চলে গেছেন। সীমান্তের কিছু গ্রাম ইতিমধ্যে তিন-চতুর্থাংশ বা তারও বেশি খালি রয়েছে।

কিছু কিছু ক্ষেত্রে এখন কেবল সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। আন্না ফসটার বলেন, গতকাল যখন আমরা সীমান্তে ছিলাম তখন এক পর্যায়ে সীমান্তের ওপারে এক ঘণ্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি গুলি চলেছিল। সীমান্তের লেবাননের অংশের কিছু কিছু গ্রামে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্ট রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখলে ‘প্রাণঘাতী’ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে হিজবুল্লাহ। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গাজা উপত্যকায় আমাদের চলমান অভিযানের উদ্দেশ্য বাধাগ্রস্ত করার লক্ষ্যে গত কয়েক দিন ধরে ইরানের নির্দেশনা ও সমর্থনে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলা লেবাননের ও এর নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলছে।

তিনি বলেন, ‘আমরা উত্তর সীমান্তে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছি এবং আমাদের বিরুদ্ধে যেকোনও ধরনের কার্যকলাপের আক্রমণাত্মক জবাব দেওয়া হবে। যদি হিজবুল্লাহ আমাদের শক্তি-সক্ষমতার পরীক্ষা নেওয়ার সাহস দেখায়, তাহলে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

অন্যদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝে আটকা পড়া মার্কিন নাগরিকদের একটি দল অবশেষে ইসরায়েল ছেড়েছে। সোমবার মার্কিন নাগরিকদের বহনকারী রয়্যাল ক্যারিবিয়ানের একটি প্রমোদতরী সাইপ্রাসের উদ্দেশ্যে ইসরায়েল ছেড়েছে।

ইসরায়েলের হাইফা বন্দর থেকে এই প্রমোদতরী যাত্রা শুরু করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ আপডেটে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রয়্যাল ক্যারিবিয়ানের একটি প্রমোদতরীতে করে সাইপ্রাসের উদ্দেশ্যে ইসরায়েলের হাইফা বন্দর ছেড়েছেন মার্কিন কিছু নাগরিক।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত বাড়ছেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন।

ইসরায়েলে হামলা চালিয়ে মোট ১৯৯ জনকে অপহরণ করেছে ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাস। সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সেনাবাহিনীর এমনটি জানায়।

সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৯৯ জন অপহরণ হওয়ার খবর জানতে পেরেছি।’

এর আগে ইসরায়েল জানিয়েছিল, গত ৭ অক্টোবর হামাস হামলা চালিয়ে ১৫৫ জনকে অপহরণ করে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।