ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক দফা, ৩২ দল, আন্দোলন সবই ভুয়া; বিএনপি নিজেই ভুয়া: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বুধবারের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারা দেশ থেকে নেতা-কর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার হোটেলগুলোতে কোনো সিট খালি নেই। সেই ডিসেম্বরের মতো সরকার পতনের স্বপ্ন দেখছেন মির্জা ফখরুল। তাদের এক দফা, ৩২ দল, আন্দোলন সবই ভুয়া; বিএনপি নিজেই ভুয়া। তিনি বলেন, ‘রাজধানী অবরোধ করলে বিএনপিকেও অবরোধ করা হবে।’

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে হুঁশিয়ার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে, কোন ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরে সেমিফাইনাল আর জানুয়ারিতে ফাইনাল। ফাউল করলে লাল কার্ড। আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ১৮ তারিখ আমরাও গুলিস্তানে জমায়েত হব।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল সারা দেশ থেকে নেতা–কর্মীদের ঢাকায় আনতে শুরু করেছেন। হোটেলের সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে সব তারা বুক করে ফেলেছে। আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছে।’

বিএনপি সরকারি স্থাপনা অবরোধের ষড়যন্ত্র করছে জানিয়ে কাদের বলেন, ‘তাদের আন্দোলন ভুয়া। বিএনপি ভুয়া মানুষ জমায়েত করবে, অবরোধ করবে। ১৮ তারিখ সরকারি স্থাপনা অবরোধ করার ষড়যন্ত্র করছে। পশ্চিমা বিশ্ব তাদের আন্দোলনে সাহস জোগাচ্ছে এটি মিথ্যা, ভুয়া খবর। কোনো দল সমর্থন করে না আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।’

কাদের বলেন, ‘আমরা দাঁড়িয়ে ললিপপ খাব না। আমরা প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপিকেও অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না। শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করে না। জনগণের সমর্থন থেকে আমরা সাহস পাচ্ছি। কাউকে ভয় পাই না।’

সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এক দফা, ৩২ দল, আন্দোলন সবই ভুয়া; বিএনপি নিজেই ভুয়া: কাদের

আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

আগামী বুধবারের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারা দেশ থেকে নেতা-কর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার হোটেলগুলোতে কোনো সিট খালি নেই। সেই ডিসেম্বরের মতো সরকার পতনের স্বপ্ন দেখছেন মির্জা ফখরুল। তাদের এক দফা, ৩২ দল, আন্দোলন সবই ভুয়া; বিএনপি নিজেই ভুয়া। তিনি বলেন, ‘রাজধানী অবরোধ করলে বিএনপিকেও অবরোধ করা হবে।’

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে হুঁশিয়ার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে, কোন ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরে সেমিফাইনাল আর জানুয়ারিতে ফাইনাল। ফাউল করলে লাল কার্ড। আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ১৮ তারিখ আমরাও গুলিস্তানে জমায়েত হব।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল সারা দেশ থেকে নেতা–কর্মীদের ঢাকায় আনতে শুরু করেছেন। হোটেলের সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে সব তারা বুক করে ফেলেছে। আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছে।’

বিএনপি সরকারি স্থাপনা অবরোধের ষড়যন্ত্র করছে জানিয়ে কাদের বলেন, ‘তাদের আন্দোলন ভুয়া। বিএনপি ভুয়া মানুষ জমায়েত করবে, অবরোধ করবে। ১৮ তারিখ সরকারি স্থাপনা অবরোধ করার ষড়যন্ত্র করছে। পশ্চিমা বিশ্ব তাদের আন্দোলনে সাহস জোগাচ্ছে এটি মিথ্যা, ভুয়া খবর। কোনো দল সমর্থন করে না আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।’

কাদের বলেন, ‘আমরা দাঁড়িয়ে ললিপপ খাব না। আমরা প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপিকেও অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না। শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করে না। জনগণের সমর্থন থেকে আমরা সাহস পাচ্ছি। কাউকে ভয় পাই না।’

সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।