ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কক্সবাজারে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : রেলপথমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৫১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১২ নভেম্বর চট্টগ্রাম-দোহাজারি-কক্সবাজার রেলসড়ক দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রেল চলাচলের ট্রায়াল রান হবে দুই নভেম্বর। ইতিমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ শেষ হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলে নিয়মিত ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে পর্যটন শহর কক্সবাজারে ট্রেন যাবে। এতে অল্প খরচে যাত্রীরা কক্সবাজার থেকে আসা যাওয়া করতে পারবেন। বহু প্রতিক্ষীত কক্সবাজার রুটে ট্রেন চলাচলের মধ্যদিয়ে যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালক, রেলসচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোহাজারী থেকে রেলপথ পরিদর্শন করেন মন্ত্রী। এসময় নতুন নির্মিত বিভিন্ন সেতুও পরিদর্শন করেন রেলমন্ত্রী।

দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ১০টি স্টেশন। এগুলো হলো- কক্সবাজার, রামু, ইসলামাবাদ, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, লোহাগাড়া, সাতকানিয়া ও দোহাজারী।

১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ কিলোমিটারের এই রেলপথ চালু হলে পর্যটনের নতুন দিগন্ত সূচিত হবে। কম খরচে বিলাসবহুল ট্রেনে চড়ে পর্যটকেরা বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত দেখার সুযোগ পাবেন।

প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি, সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রায়াল রান শুরু হবে। আর এরপর শুরু হবে বাণিজ্যিক ট্রেন চলাচল।’ দূরত্ব, সুবিধা ও টেন ভেদে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়াও আলাদা হবে বলে জানালেন আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, কিলোমিটার ও ট্রেনভেদে ভাড়া হবে। আন্ত:নগর ট্রেনের জন্য এক রকম। লোকাল ট্রেনের জন্য আরেক রেট, আবার স্লিপারের জন্য হবে ভিন্ন ভাড়া।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : রেলপথমন্ত্রী

আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

আগামী ১২ নভেম্বর চট্টগ্রাম-দোহাজারি-কক্সবাজার রেলসড়ক দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রেল চলাচলের ট্রায়াল রান হবে দুই নভেম্বর। ইতিমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ শেষ হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলে নিয়মিত ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে পর্যটন শহর কক্সবাজারে ট্রেন যাবে। এতে অল্প খরচে যাত্রীরা কক্সবাজার থেকে আসা যাওয়া করতে পারবেন। বহু প্রতিক্ষীত কক্সবাজার রুটে ট্রেন চলাচলের মধ্যদিয়ে যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালক, রেলসচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোহাজারী থেকে রেলপথ পরিদর্শন করেন মন্ত্রী। এসময় নতুন নির্মিত বিভিন্ন সেতুও পরিদর্শন করেন রেলমন্ত্রী।

দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ১০টি স্টেশন। এগুলো হলো- কক্সবাজার, রামু, ইসলামাবাদ, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, লোহাগাড়া, সাতকানিয়া ও দোহাজারী।

১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ কিলোমিটারের এই রেলপথ চালু হলে পর্যটনের নতুন দিগন্ত সূচিত হবে। কম খরচে বিলাসবহুল ট্রেনে চড়ে পর্যটকেরা বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত দেখার সুযোগ পাবেন।

প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি, সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রায়াল রান শুরু হবে। আর এরপর শুরু হবে বাণিজ্যিক ট্রেন চলাচল।’ দূরত্ব, সুবিধা ও টেন ভেদে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়াও আলাদা হবে বলে জানালেন আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, কিলোমিটার ও ট্রেনভেদে ভাড়া হবে। আন্ত:নগর ট্রেনের জন্য এক রকম। লোকাল ট্রেনের জন্য আরেক রেট, আবার স্লিপারের জন্য হবে ভিন্ন ভাড়া।