হামাস–ইসরায়েল যুদ্ধ, ইউটিউবকে সতর্ক করল ইইউ
- আপডেট সময় : ০৫:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৫২৬ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত নিয়ে ইউটিউবে শেয়ার করা ভুয়া কনটেন্ট ও ভুল তথ্য নিয়ে সতর্ক বার্তা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন–ইইউ। এ বিষয়ে গুগল প্রধান সুন্দার পিচাইকে চিঠি পাঠিয়েছেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, ইউটিউবকে পাঠানো চিঠিতে ইইউ’র ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) আইন মেনে চলার আহ্বান জানানো হয় গুগলকে। ইইউ কোনো বিজ্ঞপ্তি পাঠালে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ও ঝুঁকি মোকাবিলায় কোম্পানিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, এমন শর্ত উল্লেখ রয়েছে এতে।
থিয়েরি ব্রেটন লিখেছেন, ‘ইসরায়েলে হামাসের হামলার পর আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া কনটেন্ট ও ভুল তথ্যের প্রবণতা বাড়তে দেখেছি। ইউরোপে শিশু ও তরুণদের সহিংস কনটেন্ট দেখা থেকে সুরক্ষা দিতে বাধ্য ইউটিউব।’
এদিকে ভার্জকে ইউটিউবের মুখপাত্র আইভি চই বলেন, ‘হামাসের হামলা এবং ইসরায়েল ও গাজায় চলমান সংঘাত বিষয়ক হাজারো ক্ষতিকারক ভিডিওর পাশাপাশি শতাধিক চ্যানেল বন্ধ করেছি আমরা। একই সঙ্গে ব্যবহারকারীদের ভালোমানের খবর ও তথ্য পৌঁছে দিচ্ছে আমাদের সিস্টেম। আমাদের দলগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর ক্ষতিকারক কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।’
সতর্ক বার্তা দেওয়া ওই চিঠিতে নির্বাচন বিষয়ক ভুল তথ্যকে দ্বিতীয় শঙ্কার জায়গা বলে উল্লেখ করেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন। ইউটিউব সিইও নিল মোহানকেও ওই চিঠির অনুলিপি পাঠিয়েছেন তিনি। এর আগে একই ধরনের চিঠি পেয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ, এক্সের মালিক ইলন মাস্ক ও টিকটক সিইও শউ জি চিউ।