আমি আন্তরিকভাবে দুঃখিত: লিটন
- আপডেট সময় : ০৭:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে
সম্পূর্ণ উটকো এক ঘটনার কারণে গতকাল থেকেই আলোচনায় বাংলাদেশের ব্যাটসম্যান লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ পুনেতে, সে উপলক্ষে আগেভাগেই পুনে গিয়ে হাজির হয়েছে বাংলাদেশ দল। পেশাদারত্বের তাগিদে দলের পিছু পিছু ছুটেছেন দেশের গণমাধ্যমকর্মীরাও। বিভিন্ন খবরের আশায় অবস্থান নিয়েছিলেন হোটেলের পাশে।
বিপত্তিটা সেখানেই। গতকাল দুপুরে খাওয়ার জন্য বাইরে যাওয়ার সময় হোটেলের লবিতে অপেক্ষা করতে থাকা সাংবাদিকদের দেখে কোনো এক কারণে মোটেও ভালো লাগেনি লিটনের। হোটেলের নিরাপত্তাকর্মীদের বলে তাঁদের বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন লিটন।
ব্যস, আর যায় কোথায়, এ নিয়ে গতকাল থেকেই চলছিল লিটনের মুণ্ডুপাত। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল আলোচনা-সমালোচনা। অবস্থা বেগতিক দেখে অবশেষে দেশের গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন এই ওপেনার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে জানিয়েছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’