গাজা দখলের কোনো আগ্রহ নেই: ইসরায়েল
- আপডেট সময় : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
ফিলস্তিনি ভূখণ্ড গাজা দখলের কোনো আগ্রহ ইসরায়েলের নেই বলে জানিয়েছেন দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ এরদান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি এমনটি জানিয়েছেন।
এর আগে আরেক মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজা দখল করা হবে ইসরায়েলের একটি বড় ভুল।
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ বলেন, আমাদের গাজা দখলের ইচ্ছা নেই অথবা সেখানেই থাকারও ইচ্ছা নেই। আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং এটি একমাত্র উপায়। প্রেসিডেন্ট বাইডেন নিজেই বলেছেন যে, হামাসকে নির্মূল করতে হবে। হামাসের সক্ষমতা ধ্বংসের জন্য যা যা করা দরকার আমরা তাই করব।
এদিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হারজোগও রোববার সিএনএনকে জানিয়েছেন যে, গাজা দখলের ইচ্ছা ইসরায়েলের নেই।
তিনি বলেন, গাজা দখল বা পুনর্দখলের ইচ্ছা আমাদের নেই। ২০ লাখ ফিলিস্তিনিকে শাসন করার ইচ্ছা আমাদের নেই।
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর শুরু হয় এ যুদ্ধ।