দক্ষিণ গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল,যুক্তরাষ্ট্র ও মিসর। মিসরের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গাজা স্থানীয় সময় সোমবার সকাল ৯টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এসময়ে গাজার বাসিন্দাদের মিসরে যাওয়ার জন্য রাফা ক্রসিং খুলে দেওয়া হবে।
এদিকে হামাস জানিয়েছে, তাদের কাছে যুদ্ধবিরতির কোনো খবর নেই।
ইসরায়েলি আক্রমণের মুখে গাজা ছাড়তে মরিয়া অঞ্চলটির বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকা থেকে বের হওয়ার একপাত্র পথ মিশরের রাফা ক্রসিং।
ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিন-আমেরিকান নাগরিকরা অঞ্চলটি দিয়ে বের হতে পারবেন। এজন্য সীমিত সময়ের জন্য এটি খোলা হতে পারে।
হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ মিসর-গাজা সীমান্তেও বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর শুরু হয় এ যুদ্ধ।