ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশে ফিরেই আবেগাপ্লুত তিশা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৫৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে ১৫৩ সিনেমা হলে চলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি গত শুক্রবার মুক্তির সময় দেশে ছিলেন না অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কারণ, দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যে কারণে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে দেশটিতে গিয়েছিলেন তিনিও। এর মাঝেই মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‌‘মুজিব: একটি জাতির রূপকার’।

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর থেকেই ব্যাপক আলোড়ন তুলেছে সিনেমাটি। দর্শকদের অনেকে সিনেমাটি দেখে ভীষণ আবেগাপ্লুত হচ্ছেন। প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পীরা।

দর্শকের এই ভালোবাসা ছুঁয়ে গেছে তিশাকেও। রোববার (১৫ অক্টোবর) তাই দেশের মাটিতে পা রেখেই তিনি আবেগাপ্লুত। বললেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এত এত মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ।’

যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘‘ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য! শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ!’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে শুভ-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরেই আবেগাপ্লুত তিশা

আপডেট সময় : ০৫:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

দেশজুড়ে ১৫৩ সিনেমা হলে চলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি গত শুক্রবার মুক্তির সময় দেশে ছিলেন না অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কারণ, দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যে কারণে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে দেশটিতে গিয়েছিলেন তিনিও। এর মাঝেই মুক্তি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‌‘মুজিব: একটি জাতির রূপকার’।

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর থেকেই ব্যাপক আলোড়ন তুলেছে সিনেমাটি। দর্শকদের অনেকে সিনেমাটি দেখে ভীষণ আবেগাপ্লুত হচ্ছেন। প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পীরা।

দর্শকের এই ভালোবাসা ছুঁয়ে গেছে তিশাকেও। রোববার (১৫ অক্টোবর) তাই দেশের মাটিতে পা রেখেই তিনি আবেগাপ্লুত। বললেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এত এত মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ।’

যোগ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘‘ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য! শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ!’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে শুভ-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।