নদীর গতিপথ, খাল ও জলাশয় ভরাট করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পানি সম্পদ রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
আজ সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। শুধু পাড় বাধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
একই সঙ্গে দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সুচিকিৎসার মাধ্যমে অন্ধত্বের হাত থেকে সবাইকে রক্ষা করা জন্য সরকার কাজ করছে। চিকিৎসার ক্ষেত্রে যাতে কোন ধরনের অবহেলা না হয় সেই পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধারাবাহিকভাবে ক্ষমতা থাকার কারণে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করেছে সরকার। নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে এই উন্নয়ন সম্ভব হয়েছে।
অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কিংবা জিয়া কোনো সরকারই নদী দূষণ বন্ধে পদক্ষেপ নেয়নি। পানি, বিদ্যুৎ ব্যবহারে জনগণকে মিতব্যয়ী হতে হবে। পাশাপাশি পানি সম্পদ সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।