মাহমুদ আব্বাসকে ফোন করে যা বললেন বাইডেন
- আপডেট সময় : ০৬:৪২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তাদের মধ্যে কী কথা হয়েছে সেটা টুইটারে (বর্তমান এক্স) জানিয়েছেন বাইডেন।
এক টুইটে বাইডেন বলেছেন, ‘আমি মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেছি যে গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানো নিশ্চিত করতে এবং এই সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই অঞ্চলে আমরা কাজ করছি।
বাইডেন ওই পোস্টে আরও জানান, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি ইসরায়েলের হামাসের হামলার নিন্দা জানিয়েছেন এবং হামাস ফিলিস্তিনের জনগণের ‘মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য লড়ছে না’ বলেও পুনর্ব্যক্ত করেছেন।
উল্লেখ্য গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।
আলজাজিরার খবর বলছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। আহত আরও ৮ হাজার ৭১৪ জন।