ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকার শীর্ষে রোনালদো

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠের ফুটবলে সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দল ও ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ফিরেছেন চেনা ছন্দে। এবার সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় সবার ওপরে উঠে এলেন তিনি। ফোর্বসের করা ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় মেসি-নেইমারকে পেছনে ফেলে শীর্ষে পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ফোর্বসের বরাতে গতকাল রোববার (১৫ অক্টোবর) নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ইএসপিএন।

২০২৩ সালে আল-নাসের তারকার আয় প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। যার ২০০ মিলিয়ন এসেছে ক্লাব থেকে। বাকি ৬০ মিলিয়ন আয় নাইকি এবং জ্যাকব অ্যান্ড কোম্পানির সঙ্গে থাকা চুক্তি থেকে। সিআরসেভেনের পরেই আছেন লিওনেল মেসি। তবে বেশ পিছিয়েই আছেন তিনি। ক্লাব ইন্টার মায়ামি ও অ্যাডিডাস থেকে আয় মিলিয়ে ২০২৩ সালে মেসির মোট আয়ের পরিমাণ ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ডেভিড বেকহামের মেজর লিগ সকারের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই তালিকার সেরা দশে মেসি। ২০১২ সালে সেরা দশে ছিলেন বেকহাম।

তালিকার তিনে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদি প্রো লিগের দল আল-হিলালে বেশ মোটা অঙ্কে যোগ দেন নেইমার। তাতেই, তৃতীয় স্থানে উঠে আসেন তিনি। ২০২৩ সালে তার মোট আয় ১১২ মিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে আছেন মেসি-নেইমারের সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। পিএসজি তারকার আয়ের পরিমাণ ১১০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। তালিকার পঞ্চম নামটি তার। ১০৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে সেরা পাঁচে উঠে এলেন তিনি।

সেরা দশে বাকি পাঁচটি নাম যথাক্রমে আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন), মোহাম্মদ সালাহ (৫৩ মিলিয়ন), সাদিও মানে (৫২ মিলিয়ন), কেভিন ডি ব্রুইন (৩৯ মিলিয়ন) ও হ্যারি কেইন (৩৬ মিলিয়ন)।

নিউজটি শেয়ার করুন

সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকার শীর্ষে রোনালদো

আপডেট সময় : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

মাঠের ফুটবলে সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দল ও ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ফিরেছেন চেনা ছন্দে। এবার সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় সবার ওপরে উঠে এলেন তিনি। ফোর্বসের করা ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় মেসি-নেইমারকে পেছনে ফেলে শীর্ষে পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ফোর্বসের বরাতে গতকাল রোববার (১৫ অক্টোবর) নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ইএসপিএন।

২০২৩ সালে আল-নাসের তারকার আয় প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। যার ২০০ মিলিয়ন এসেছে ক্লাব থেকে। বাকি ৬০ মিলিয়ন আয় নাইকি এবং জ্যাকব অ্যান্ড কোম্পানির সঙ্গে থাকা চুক্তি থেকে। সিআরসেভেনের পরেই আছেন লিওনেল মেসি। তবে বেশ পিছিয়েই আছেন তিনি। ক্লাব ইন্টার মায়ামি ও অ্যাডিডাস থেকে আয় মিলিয়ে ২০২৩ সালে মেসির মোট আয়ের পরিমাণ ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ডেভিড বেকহামের মেজর লিগ সকারের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই তালিকার সেরা দশে মেসি। ২০১২ সালে সেরা দশে ছিলেন বেকহাম।

তালিকার তিনে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদি প্রো লিগের দল আল-হিলালে বেশ মোটা অঙ্কে যোগ দেন নেইমার। তাতেই, তৃতীয় স্থানে উঠে আসেন তিনি। ২০২৩ সালে তার মোট আয় ১১২ মিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে আছেন মেসি-নেইমারের সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। পিএসজি তারকার আয়ের পরিমাণ ১১০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। তালিকার পঞ্চম নামটি তার। ১০৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে সেরা পাঁচে উঠে এলেন তিনি।

সেরা দশে বাকি পাঁচটি নাম যথাক্রমে আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন), মোহাম্মদ সালাহ (৫৩ মিলিয়ন), সাদিও মানে (৫২ মিলিয়ন), কেভিন ডি ব্রুইন (৩৯ মিলিয়ন) ও হ্যারি কেইন (৩৬ মিলিয়ন)।