উত্তরে শীতের আগমনী বার্তা
- আপডেট সময় : ০৬:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৫২৩ বার পড়া হয়েছে
শরতের শেষেই প্রকৃতিতে মিলছে শীতের আগমনী বার্তা। গরমের তীব্রতা কমে অনুভূত হচ্ছে হালকা শীত। সবুজ ঘাসে শিশিরবিন্দু আর কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে।
গ্রাম এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। শহরও পিছিয়ে নেই। রাজধানী ঢাকায় মধ্যরাত থেকে কমতে থাকে তাপমাত্রা। আর তা ফের বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে।
হিমালয়-কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরেই উত্তরের হাওয়া। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে অনুভূত হচ্ছে হালকা শীত। তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঠাকুরগাঁওয়ে শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এখনই ঠাকুরগাঁওয়ে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও। এখানে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির পর বইছে হিমেল হাওয়া, সঙ্গে শুরু হয়েছে কুয়াশা।
স্থানীয়রা বলছেন, অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত ও ভোরের দিকে ঠান্ডা লাগলেও দিনে এখনও বেশ গরম লাগে।
টানা কয়েক দিনের বৃষ্টি শেষে উত্তরের জেলা রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরে কমেছে তাপমাত্রা। ভোরের কুয়াশা কেটে উঁকি দিচ্ছে মিষ্টি রোদ।
দিনাজপুর সদরের রইস উদ্দিন বলেন, মনে হচ্ছে এবার একটু আগেভাগেই শীতের দেখা মিলবে। মধ্যরাতে ও ভোরের দিকে ঘন কুয়াশার দেখা মিলছে। এই আবহাওয়ায় সকালে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে।
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, হাওর-টিলা-পাহাড়বেষ্টিত জেলা মৌলভীবাজারেও বইছে শীতের বাতাস। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, নড়াইল, যশোরসহ দক্ষিণের বিভিন্ন জেলাতেও এখন শীতের আগমনী বার্তা।
কয়েকবছর ধরে ঢাকায় থাকেন যশোরের জেমস। একটি বেসরকারি এনজিওতে কাজ করেন। জেমস বলেন, প্রতিদিন ভোর সাড়ে ৬টার দিকে অফিসে যাই। কয়েকদিন ধরে ভোরে বেশ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে, এবার শীত দ্রুত চলে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে পারে। আর আগামী ৫ দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে।