যুদ্ধবিরতির খবর এবার অস্বীকার করল ইসরায়েল
- আপডেট সময় : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতির খবরে মিসরের উদ্দেশে গাজা ছাড়তে রাফা সীমান্তে ভিড় করেছেন শত শত ফিলিস্তিনি। এদিকে এ যুদ্ধবিরতির খবর অস্বীকার করেছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল,যুক্তরাষ্ট্র ও মিসর। গাজা স্থানীয় সময় সোমবার সকাল ৯টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এসময়ে গাজার বাসিন্দাদের মিসরে যাওয়ার জন্য রাফা ক্রসিং খুলে দেওয়া হবে।
এ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অফিস বার্তা সংস্থা এএফপির কাছে যুদ্ধবিরতির খবর অস্বীকার করেছে।
গাজা ভূমধ্যসাগর তীরবর্তী একটি উপত্যকা। এর পূর্ব ও উত্তরে ইসরায়েল। দক্ষিণ-পশ্চিমে মিসর। গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। উপত্যকাটি থেকে বের হওয়ার দুটি পথ রয়েছে। একটি হলো এরেজ ক্রসিং। আরেকটি হলো রাফা ক্রসিং। ইরেজ ক্রসিং দিয়ে ইসরায়েলে যাওয়া যায়। আর রাফা ক্রসিং দিয়ে মিসর। গাজায় কোনো বিমানবন্দর নেই। এর আকাশপথ ও পানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ইসরায়েল।
গত সপ্তাহে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১ হাজার তিন শর বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলি পাল্টা হামলায় ২ হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন হচ্ছে।