ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্থল অভিযান চালালে গাজা হবে ইসরায়েলি সেনাদের গোরস্থান: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় স্থল অভিযান চালালে তার পরিণতি হবে ভয়াবহ বলে হঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। সম্প্রতি কাতার সফরকালে তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ইসরায়েল যদি গাজায় অনুপ্রবেশ করার সিদ্ধান্ত নেয় তাহলে প্রতিরোধ যোদ্ধারা এই উপত্যকাকে ইসরাইলি সেনাদের গোরস্থানে পরিণত করবে।

তিনি বলেন, আমরা আশা করছি রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের অবসান হবে, তা না হলে পরবর্তী ঘণ্টায় কী হবে তা কেউ জানে না, কারণ ইরান তখন দর্শক হয়ে বসে থাকবে না। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের প্রতি ইঙ্গিত করে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নামক পুতুলকে রক্ষা করতে এগিয়ে এসেছে। কিন্তু যুদ্ধের পরিধি যদি বিস্তৃত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও মারাত্মক ক্ষতি হবে।

এদিকে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস এক রিপোর্টে জানিয়েছে যে, ইরান শনিবার জাতিসংঘের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে, তেহরান গাজা যুদ্ধের আর বিস্তৃতি চায় না। তবে ইসরাইল যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইরান সেখানে হস্তক্ষেপ করবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এক সপ্তাহের অধিক সময় ধরে গাজায় ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এখন নতুন করে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছে ইরান। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

স্থল অভিযান চালালে গাজা হবে ইসরায়েলি সেনাদের গোরস্থান: ইরান

আপডেট সময় : ০৬:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

গাজায় স্থল অভিযান চালালে তার পরিণতি হবে ভয়াবহ বলে হঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। সম্প্রতি কাতার সফরকালে তিনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ইসরায়েল যদি গাজায় অনুপ্রবেশ করার সিদ্ধান্ত নেয় তাহলে প্রতিরোধ যোদ্ধারা এই উপত্যকাকে ইসরাইলি সেনাদের গোরস্থানে পরিণত করবে।

তিনি বলেন, আমরা আশা করছি রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের অবসান হবে, তা না হলে পরবর্তী ঘণ্টায় কী হবে তা কেউ জানে না, কারণ ইরান তখন দর্শক হয়ে বসে থাকবে না। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরের প্রতি ইঙ্গিত করে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নামক পুতুলকে রক্ষা করতে এগিয়ে এসেছে। কিন্তু যুদ্ধের পরিধি যদি বিস্তৃত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও মারাত্মক ক্ষতি হবে।

এদিকে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস এক রিপোর্টে জানিয়েছে যে, ইরান শনিবার জাতিসংঘের মাধ্যমে ইসরাইলকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে, তেহরান গাজা যুদ্ধের আর বিস্তৃতি চায় না। তবে ইসরাইল যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইরান সেখানে হস্তক্ষেপ করবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এক সপ্তাহের অধিক সময় ধরে গাজায় ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এখন নতুন করে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছে ইরান। সূত্র: পার্স টুডে