‘যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানী সংকট দেখা দিতে পারে’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৫২৯ বার পড়া হয়েছে
ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের কারণে দেশে এখনও জ্বালানি তেলের সংকট হয়নি বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ মঙ্গলবার (১৭ই অক্টোবর) বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড ডে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে কিছু হলে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানী সংকট দেখা দিতে পারে। কারণ জ্বালানি তেলের বিকল্প উৎস সেভাবে নেই। নসরুল হামিদ আরো বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে একটি ফর্মুলা এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।