ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৫০ জন ইসরায়েলিকে বন্দি করেছে ফিলিস্তিনি যোদ্ধারা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে কতজন ইসরায়েলি বন্দি রয়েছে তার সংখ্যা প্রকাশ করেছে সংগঠনটির সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসসামের মুখপাত্র বলেন, তাদের কাছে ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি কিছু বিদেশিরা রয়েছে। এসব বন্দিদের সবাইকে ‘অতিথি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বন্দিদের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত সেনাকে হত্যা ও বহু ইসরায়েলিকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে আসে। পরে তেল আবিব তাদের নিহত ব্যক্তিদের সর্বশেষ সংখ্যা ১,৪০০ বলে জানায়। তবে ইসলামি জিহাদ ৮ অক্টোবর জানিয়েছিল তাদের হাতে অন্তত ৩০ ইসরায়েলি বন্দি রয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ক্রমাগত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পরই সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে আবু ওবায়দা বলেন, পরিস্থিতি অনুকূলে এলে তারা বিদেশি নাগরিকদের ছেড়ে দেবেন।

হামাসের এই মুখপাত্র বলেন, তাদের হাতে আটক ইসরায়েলি বন্দি ইস্যু নিয়ে কাজ করতে আগ্রহী বিশ্ব সমাজের প্রতি তাদের বার্তা হচ্ছে, তারা ফিলিস্তিনের ঘরে ঘরে শান্তি ও সুখ বয়ে আনতে চান। এর আগে হামাস নেতারা বলেছিলেন, তাদের হাতে আটক ইসরায়েলিদের বিনিময়ে তারা ইহুদিবাদী কারাগারে অন্যায়ভাবে আটক ৬ হাজার ফিলিস্তিনি বন্দির সবাইকে মুক্ত করে আনবেন। সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

২৫০ জন ইসরায়েলিকে বন্দি করেছে ফিলিস্তিনি যোদ্ধারা

আপডেট সময় : ০৬:৫৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হাতে কতজন ইসরায়েলি বন্দি রয়েছে তার সংখ্যা প্রকাশ করেছে সংগঠনটির সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসসামের মুখপাত্র বলেন, তাদের কাছে ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি কিছু বিদেশিরা রয়েছে। এসব বন্দিদের সবাইকে ‘অতিথি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বন্দিদের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত সেনাকে হত্যা ও বহু ইসরায়েলিকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে আসে। পরে তেল আবিব তাদের নিহত ব্যক্তিদের সর্বশেষ সংখ্যা ১,৪০০ বলে জানায়। তবে ইসলামি জিহাদ ৮ অক্টোবর জানিয়েছিল তাদের হাতে অন্তত ৩০ ইসরায়েলি বন্দি রয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ক্রমাগত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পরই সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে আবু ওবায়দা বলেন, পরিস্থিতি অনুকূলে এলে তারা বিদেশি নাগরিকদের ছেড়ে দেবেন।

হামাসের এই মুখপাত্র বলেন, তাদের হাতে আটক ইসরায়েলি বন্দি ইস্যু নিয়ে কাজ করতে আগ্রহী বিশ্ব সমাজের প্রতি তাদের বার্তা হচ্ছে, তারা ফিলিস্তিনের ঘরে ঘরে শান্তি ও সুখ বয়ে আনতে চান। এর আগে হামাস নেতারা বলেছিলেন, তাদের হাতে আটক ইসরায়েলিদের বিনিময়ে তারা ইহুদিবাদী কারাগারে অন্যায়ভাবে আটক ৬ হাজার ফিলিস্তিনি বন্দির সবাইকে মুক্ত করে আনবেন। সূত্র: পার্সটুডে