ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলকে করা সবচেয়ে কঠোর নিন্দা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৫১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস–ইসরায়েল সংঘাত ইস্যুতে এবার মুখ খুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান। তিনি বলেছেন, ‘এভাবে সংঘাতের নামে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে চুরি করে জমি নিয়ে যাচ্ছে ইসরায়েল।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, চলমান সংঘাতে এটিই ইসরায়েলকে করা সবচেয়ে কঠোর নিন্দা।

গাজা ছাড়াও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে হামলা করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ। এ নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান বলেন, ‘আপনি আরেকজনের জায়গায় হানা দেবেন, তাদের ঘরবাড়ি ভেঙে ফেলবেন। এমনকি তাদের সেখান থেকে তাড়িয়ে দেবেন। এরপর সেখানে নিজেদের লোককে থাকতে দেবেন। আর একে চালিয়ে দেবেন বসতি হিসেবে!’

এভাবে বসতি স্থাপনের নামে যা করা হচ্ছে, তাকে ‘চুরি’ বলেই আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ইসরায়েল–হামাস সংঘাতে নিহত বেড়ে ৪ হাজার ১০০ ছাড়াল। এর মধ্যে প্রায় ৩ হাজারই ফিলিস্তিনি। গাজা থেকে অন্যত্র সরে গেছেন লাখো বাসিন্দা। হাসপাতালগুলোতে পরিচালনার রসদ আর মাত্র ২৪ ঘণ্টা চালানো যাবে। এরপর হাসপাতাল পরিচালনা বন্ধ করে দিতে হবে।

হামাস ও ইসরায়েলের মধ্য চলমান সংঘাত থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মানবিক যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবনা উত্থাপন করে রাশিয়া। তবে আমেরিকা, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্র দেশগুলোর ভেটোতে এই প্রস্তাবনা বাতিল হয়ে যায়। ইউএন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির এই প্রস্তাব তোলে রাশিয়া। এতে সকল জিম্মিদের মুক্তি, গাজায় সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া এবং বেসামরিকদের সরিয়ে নেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ ছিল। রাশিয়া জানায়, রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেই এই আহ্বান জানানো হয়েছে।

রাশিয়ার ওই প্রস্তাবনা নিয়ে ভোটাভুটিতে এর বিরোধিতা করে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান। আর প্রস্তাবের পক্ষে ভোট দেয় চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক। ভোটদানে বিরত ছিল আলবেনিয়া, ঘানা, সুইজারল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল ও মাল্টা।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলকে করা সবচেয়ে কঠোর নিন্দা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০২:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

হামাস–ইসরায়েল সংঘাত ইস্যুতে এবার মুখ খুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান। তিনি বলেছেন, ‘এভাবে সংঘাতের নামে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে চুরি করে জমি নিয়ে যাচ্ছে ইসরায়েল।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, চলমান সংঘাতে এটিই ইসরায়েলকে করা সবচেয়ে কঠোর নিন্দা।

গাজা ছাড়াও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে হামলা করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ। এ নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান বলেন, ‘আপনি আরেকজনের জায়গায় হানা দেবেন, তাদের ঘরবাড়ি ভেঙে ফেলবেন। এমনকি তাদের সেখান থেকে তাড়িয়ে দেবেন। এরপর সেখানে নিজেদের লোককে থাকতে দেবেন। আর একে চালিয়ে দেবেন বসতি হিসেবে!’

এভাবে বসতি স্থাপনের নামে যা করা হচ্ছে, তাকে ‘চুরি’ বলেই আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ইসরায়েল–হামাস সংঘাতে নিহত বেড়ে ৪ হাজার ১০০ ছাড়াল। এর মধ্যে প্রায় ৩ হাজারই ফিলিস্তিনি। গাজা থেকে অন্যত্র সরে গেছেন লাখো বাসিন্দা। হাসপাতালগুলোতে পরিচালনার রসদ আর মাত্র ২৪ ঘণ্টা চালানো যাবে। এরপর হাসপাতাল পরিচালনা বন্ধ করে দিতে হবে।

হামাস ও ইসরায়েলের মধ্য চলমান সংঘাত থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মানবিক যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবনা উত্থাপন করে রাশিয়া। তবে আমেরিকা, যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্র দেশগুলোর ভেটোতে এই প্রস্তাবনা বাতিল হয়ে যায়। ইউএন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির এই প্রস্তাব তোলে রাশিয়া। এতে সকল জিম্মিদের মুক্তি, গাজায় সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া এবং বেসামরিকদের সরিয়ে নেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ ছিল। রাশিয়া জানায়, রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেই এই আহ্বান জানানো হয়েছে।

রাশিয়ার ওই প্রস্তাবনা নিয়ে ভোটাভুটিতে এর বিরোধিতা করে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান। আর প্রস্তাবের পক্ষে ভোট দেয় চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক। ভোটদানে বিরত ছিল আলবেনিয়া, ঘানা, সুইজারল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল ও মাল্টা।