হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় অভিযান বন্ধ করবে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি স্পষ্ট করেছেন, ইসরায়েল জঘন্য ও নিষ্ঠুর খুনিদের হামলার শিকার হয়েছে। তারা এসব খুনিকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে ইসরায়েল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না।’
সোমবার ক্রেমলিন জানায়, পুতিন ও নেতানিয়াহু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের বিষয় নিয়ে কথা বলেছেন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট নিহত ইসরায়েলিদের নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয় এমন যেকোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহিংসতা বৃদ্ধি রোধ করতে এবং গাজায় মানবিক বিপর্যয় এড়াতে মস্কোর বিভিন্ন পদক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
সোমবার পুতিন ফিলিস্তিন, মিসর, ইরান ও সিরীয় নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব ফোনালাপের উল্লেখযোগ্য অংশ ইসরায়েলকে জানানো হয়েছে।
ক্রেমলিন জানায়, পুতিন আরও বলেন, রাশিয়া এ সংঘাতের কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।