ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চীন সফর করছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। মঙ্গলবার সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন তিনি। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি।

এছাড়া, চীনে অনুষ্ঠিত বেল্ট এন্ড রোড ইনিশেয়েটিভ প্রকল্পের দশমবর্ষপূর্তিতে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন তিনি। আজ থেকে শুরু দুই দিনের এই সম্মেলন। চীন আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। সম্মেলনে অংশ নেওয়ার সুবাদে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করবেন পুতিন ও শি। দুই নেতার বৈঠকে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে সেনা অভিযানের ঠিক আগে চীন সফর করেছিলেন পুতিন। সে সময় তিনি চীন ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বকে ‘সীমাহীন’ বলে আখ্যা দিয়েছিলেন। এর পর থেকে দুই দেশ নিজেদের মধ্যে বিভিন্ন খাতে লেনদেন ও সহযোগিতা বাড়িয়েছে।

২০২২ সালে ইউক্রেনে সেনা অভিযানের পর এটাই রাশিয়ার প্রেসিডেন্টের সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর বাইরে প্রথম বিদেশ সফর। এর আগে গত সপ্তাহে কিরগিজস্তান সফর করেছেন পুতিন। তবে কিরগিজস্তান সাবেক সোভিয়েতভুক্ত দেশ। গত বছরের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। চীন বা কিরগিজস্তান কোনোটিই আইসিসিভুক্ত দেশ নয়।

নিউজটি শেয়ার করুন

চীন সফর করছেন পুতিন

আপডেট সময় : ০৬:২৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

চীন সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। মঙ্গলবার সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন তিনি। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি।

এছাড়া, চীনে অনুষ্ঠিত বেল্ট এন্ড রোড ইনিশেয়েটিভ প্রকল্পের দশমবর্ষপূর্তিতে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন তিনি। আজ থেকে শুরু দুই দিনের এই সম্মেলন। চীন আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। সম্মেলনে অংশ নেওয়ার সুবাদে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করবেন পুতিন ও শি। দুই নেতার বৈঠকে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে সেনা অভিযানের ঠিক আগে চীন সফর করেছিলেন পুতিন। সে সময় তিনি চীন ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বকে ‘সীমাহীন’ বলে আখ্যা দিয়েছিলেন। এর পর থেকে দুই দেশ নিজেদের মধ্যে বিভিন্ন খাতে লেনদেন ও সহযোগিতা বাড়িয়েছে।

২০২২ সালে ইউক্রেনে সেনা অভিযানের পর এটাই রাশিয়ার প্রেসিডেন্টের সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর বাইরে প্রথম বিদেশ সফর। এর আগে গত সপ্তাহে কিরগিজস্তান সফর করেছেন পুতিন। তবে কিরগিজস্তান সাবেক সোভিয়েতভুক্ত দেশ। গত বছরের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। চীন বা কিরগিজস্তান কোনোটিই আইসিসিভুক্ত দেশ নয়।