ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বন্ধ হয়ে গেল সাকিবের রেস্টুরেন্ট

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। দেশের করপোরেট জগতে সাকিবের পরিচয় কেবলই একজন ক্রিকেটার নয়। বরং নানামুখী বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে করপোরেট জগতে নিজের আলাদা অবস্থান তৈরির চেষ্টায় বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার বন্ধ হচ্ছে সাকিবের একটি রেস্টুরেন্ট।

ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তিনি ক্রিকেটের বাইরেও বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত। তার নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি, স্বর্ণের ব্যবসা, হোটেল ব্যবসা। তার মধ্যে সম্প্রতি বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি। সোমবার (১৬ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

যদিও জানা যায় আরও ২দিন আগেই বন্ধ হয়ে গেছে রেষ্টুরেন্টটি। তবে ঠিক কী কারণে সাকিবে রেষ্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের পোস্টে গ্রাহকদেরও ধন্যবাদ জানিয়েছে।

ফেসবুক পেজে একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে তার ক্যাপশনে তারা লিখেছে, তোমাদের সবার সাথে একটা দারুণ দৌড়াদৌড়ি করেছি… বিদায় বলার সময়… সব মহান স্মৃতির জন্য ধন্যবাদ।

সাকিবের সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে ধানমন্ডিতে এর এটির একটি শাখা করা হয়। বিভিন্ন সময় সাকিবকে রেস্টুরেন্টের প্রচারণাতেও দেখা যায়।

সাকিবের এই রেস্টুরেন্টকে ঘিরে অনেক সমালোচনাও রয়েছে। চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠলেও পরবর্তীতে সেই সমস্যার সমাধানও হয়েছিল।

দেশের শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে সাকিবের। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ রয়েছে এই ক্রিকেটারের।

নিউজটি শেয়ার করুন

বন্ধ হয়ে গেল সাকিবের রেস্টুরেন্ট

আপডেট সময় : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। দেশের করপোরেট জগতে সাকিবের পরিচয় কেবলই একজন ক্রিকেটার নয়। বরং নানামুখী বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে করপোরেট জগতে নিজের আলাদা অবস্থান তৈরির চেষ্টায় বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার বন্ধ হচ্ছে সাকিবের একটি রেস্টুরেন্ট।

ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তিনি ক্রিকেটের বাইরেও বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত। তার নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি, স্বর্ণের ব্যবসা, হোটেল ব্যবসা। তার মধ্যে সম্প্রতি বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি। সোমবার (১৬ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

যদিও জানা যায় আরও ২দিন আগেই বন্ধ হয়ে গেছে রেষ্টুরেন্টটি। তবে ঠিক কী কারণে সাকিবে রেষ্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের পোস্টে গ্রাহকদেরও ধন্যবাদ জানিয়েছে।

ফেসবুক পেজে একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে তার ক্যাপশনে তারা লিখেছে, তোমাদের সবার সাথে একটা দারুণ দৌড়াদৌড়ি করেছি… বিদায় বলার সময়… সব মহান স্মৃতির জন্য ধন্যবাদ।

সাকিবের সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে ধানমন্ডিতে এর এটির একটি শাখা করা হয়। বিভিন্ন সময় সাকিবকে রেস্টুরেন্টের প্রচারণাতেও দেখা যায়।

সাকিবের এই রেস্টুরেন্টকে ঘিরে অনেক সমালোচনাও রয়েছে। চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠলেও পরবর্তীতে সেই সমস্যার সমাধানও হয়েছিল।

দেশের শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে সাকিবের। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ রয়েছে এই ক্রিকেটারের।