এবার চাঁদে মানুষ পাঠাবে ভারত, যাবে মঙ্গলেও
- আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৫৪৬ বার পড়া হয়েছে
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠিয়ে এরই মধ্যে ইতিহাস গড়েছে ভারত। এবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। মঙ্গলবার ভারত সরকার জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর চিন্তা করছে তাঁরা।
অবশ্য এর আগেই সেখানে নিজেদের মহাকাশ স্টেশন বানানোর কাজ করা হবে। ২০৩৫ সালের মধ্যে চাঁদে মহাকাশ স্টেশন বানাবে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চাঁদে ভারতের নতুন অভিযানের পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
গত আগস্টেই চাঁদে নতুন ইতিহাস গড়ে ভারত। দেশটির চন্দ্রযান–৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। সেখানে এ পর্যন্ত কেউ যেতে পারেনি। চাঁদের মাটিতে গবেষণা করে রোভার প্রজ্ঞান। তাঁদের টেক্কা দিতে গিয়েও পারেনি রাশিয়া।
এই অভিযান সফল হওয়ার পর সূর্যেও যাত্রা করে ভারত। দেশটির মহাকাশযান আদিত্য এরই মধ্যে সূর্যের কাছাকাছি আছে।
এবার নতুন পরিকল্পনা হাতে নিল দেশটি। এমনকি শুক্র ও মঙ্গল গ্রহেও অভিযানের পরিকল্পনা হাতে নিতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।