তফসিল ঘোষণা হলে প্রতিহতের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে
২০১৪ ও ১৮ সালের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেটা প্রতিহতের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এমন পরিস্থিতি হলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জোটের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজাধানীর আগারগাঁও আইডিবি ভবন এলাকা থেকে নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।
এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারের উচিত সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন কালীন সরকার নিয়ে আলোচনায় বসা। বিক্ষোভ সমাবেশ শেষে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকে দেয়।