ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুলুসহ বিএনপির তিন নেতাকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ৫১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির তিন নেতাকে আটকের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি বিএনপির। তবে, পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

অপর দুই নেতা হলেন—জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।’

শামসুদ্দিন দিদার আরও অভিযোগ করেন, ‘জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।’

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করেছে পুলিশ।’

বিএনপির এই নেতাদের আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ডিএমপি মিডিয়াকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

দুলুসহ বিএনপির তিন নেতাকে আটকের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির তিন নেতাকে আটকের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি বিএনপির। তবে, পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

অপর দুই নেতা হলেন—জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।’

শামসুদ্দিন দিদার আরও অভিযোগ করেন, ‘জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।’

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, ‘যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করেছে পুলিশ।’

বিএনপির এই নেতাদের আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ডিএমপি মিডিয়াকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।