মধ্যপ্রাচ্য উত্তেজনা; সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৫১০ বার পড়া হয়েছে
ফিলিস্তিন ও ইসরাইলের সহিংস হামলার জেরে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এই উত্তেজনার ফলে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশংকায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ায় সংবাদ সম্মেলনে এ বিষয়ক এক যৌথ সতর্কতা জারি করেন যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ এমআই ফাইভ ও আমেরিকার এফবিআই প্রধান। এসময় এমআই ফাইভ এর মহাপরিচালক কেন ম্যাককালাম জানিয়েছেন, ইসরাইলে হামলাকারী ও সমর্থনকারী সন্ত্রাসী গোষ্ঠী অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে হামলা চালাতে পারে।
ম্যাককালামের আশংকার সাথে একমত হয়ে এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ে জানান, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যে ইহুদী ব্যক্তি বা সংগঠনগুলো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী বা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।