দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। ক’দিন পরই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে মণ্ডপসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবীকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজ লেগেছে সব বয়সীদের মনে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে এখন শেষ সময়ের প্রস্তুতি। কদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। রঙের আঁচড়ে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে।
নারায়ণগঞ্জে পূজা উদযাপনে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। মণ্ডপগুলোয় প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদী নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শিখন সরকার সিপন।
পূজার দিনগুলোতে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানালেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিকে ঘিরে বেশ ব্যস্ততা। দেবীকে মণ্ডপে পৌঁছে দেয়ার আগ মুহুর্তের সজ্জায় ব্যস্ত প্রতিমা শিল্পীরা।
উৎসব নির্বিঘœ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক বদিউল আলম ।
ফরিদপুরে এবার ৮১৭টি মন্দির ও মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আয়োজন বর্ণাঢ্য করতে চলছে সাজসজ্জার কাজ। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানালেন আয়োজক ও স্থানীয় প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরের মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। জেলার পাঁচটি উপজেলায় ৪৬৫টি মণ্ডপে এবার পূজিত হবেন দেবি।
এবারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন আয়োজকরা মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কিশোরগঞ্জে মণ্ডপগুলোয় ছোট বড় সবাই হাতে হাত মিলিয়ে প্রস্তুতি নিচ্ছেন দুর্গাপূজার। প্রতিমা নিপূনভাবে গড়েছেন ব্যস্ত কারিগররা। এবারে মণ্ডপে নেয়ার পালা।
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার কথা জানালেন জেলা পুলিশ সুপার মো: রাসেল শেখ। আগামী ২০শে অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।