রাজধানীতে ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক বিএনপির
- আপডেট সময় : ০৩:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৫২৫ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের একদফা দাবিতে রাজধানী ঢাকায় আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবারের জনসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে, পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত ২৫০ জনকে গ্রেপ্তার করেছে। সরকার ভয় পেয়েছে, ভীত হয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘পূজার ছুটিতে সিদ্ধান্ত নেন, মানে মানে সেইফ এক্সিট নেবেন নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন, ১৬ মাস পরে সেটা সম্পূর্ণভাবে, বৈআইনিভাবে সংবিধানটা কাঁটাছেড়া করেছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মামলা দিয়ে, বাধা দিয়ে আর মানুষকে দমিয়ে রাখা যাবে না।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সকল নেতাদের সাজা দিয়ে যদি নির্বাচনে অযোগ্য করা যায়, তাহলে তাদের মাঠ পরিষ্কার হয়ে যাবে। তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে প্রেসিডেন্ট নাই, তিনি দেশের বাইরে আছেন। কিন্তু তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি। সংবিধানে আছে প্রেসিডেন্ট যদি বাইরে যান তখন কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয়। সংবিধানকে পুরোপুরিভাবে লঙ্ঘন করা হয়েছে।’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মানে মানে সরে যান, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা ক্ষমতার জন্য বলছি না।’