গাজার আল আহলি হাসপাতালে বিমান হামলার ঘটনার দায় অস্বিকার করেছে ইসরায়েল। তবে হাসপাতালে হামলার দায় এড়ানোর বিষয়ে ইসরায়েলের কাছে প্রমাণ চেয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলকে প্রমাণ দিতে হবে যে তারা গাজার হাসপাতালে হামলা চালায়নি। খবর বিবিসির।
বুধবার (১৮ অক্টোবর) চলমান সংঘাত নিয়ে এক বিবৃতিতে গাজায় হাসপাতালে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, গাজার হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এটি একটি মর্মান্তিক অপরাধ। ইসরায়েলের উচিত স্যাটেলাইট চিত্র সরবরাহ করা। যাতে প্রমাণ করা যায় যে তারা হামলার সঙ্গে জড়িত ছিল না।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ফিলিস্তিনের একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য দফতরের মুখপাত্র। এদিকে এই ঘটনা কীভাবে ঘটেছে তা জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র।