ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবারও নেইমারের চোট, মাঠ ছাড়লেন কাঁদতে কাঁদতে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ৫২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আট বছর পর পরাজয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। ২-০ গোলে হেরেছে তাঁরা। তবে এই ফল নিয়ে যতটা না দুশ্চিন্তা হবে সেলেসাওদের, তাঁর চেয়ে বেশি দুশ্চিন্তা হবে ম্যাচের মধ্যে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে। নেইমার যে চোটে পড়েছেন!

বেশ বাজে ধরণের চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। ম্যাচের তখন ৪৪ মিনিট, প্রথমার্ধ শেষ হতে আর কিছুক্ষণ বাকি। দারউইন নুনিয়েসের কল্যাণে ততক্ষণে ১-০ গোলে এগিয়ে উরুগুয়ে। তখনই ঘটল বিপত্তি। নেইমার বল নিয়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিলেন, তখনই উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুস পেছন থেকে ট্যাকল করতে যান। ট্যাকলটা সময়মতো হয়নি, ফলে নেইমারের গোড়ালিতে আঘাত হানে দে লা ক্রুসের পা। ঠিকমতো সামলাতে না পেরে পড়ে যান নেইমার। পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে টাল সামলাতে চেয়েছিলেন, যা কারণে চাপ পড়ে হাঁটুর ওপর। ব্যস, সমস্যাটা হয়েছে সেখানেই। এরপরেই মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করেন আল হিলালে নাম লেখানো এই ফরোয়ার্ড।

এরপর নেইমার উঠে দাঁড়ানো তো দূর, বাম পায়ে ভর দিয়ে আর দাঁড়াতেই পারেননি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার। তাঁর জায়গায় মাঠে নামানো হয় টটেনহামের স্ট্রাইকার হিশার্লিসনকে।

জানা গেছে, চোটের ধরণ মোটেও ভালো নয় নেইমারের। টিএনটি স্পোর্তস ব্রাজিলের সাংবাদিক ভিতোর সের্হিও রদ্রিগেস জানিয়েছেন, শুরুতে যা তথ্য পেলাম নেইমারের চোট নিয়ে, তা অনেক খারাপ। যেতে যেতে ওর যা ছবি দেখলাম, সেটা আরও খারাপ। ওর বাঁ হাঁটুতে চোট লেগেছে। দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার চোটের সঙ্গে লড়াই করা নেইমারকে হয়তো আবারও দীর্ঘ চোটের সঙ্গে লড়াই করতে হবে।

গ্লোবোএস্পোর্তে জানিয়েছে, নেইমারের হাঁটু বাজেভাবে আঘাত পেয়েছে, তবে লিগামেন্ট ছিঁড়েছে কি না, সেটা কিছুক্ষণের মধ্যেই পরবর্তী পরীক্ষার মাধ্যমে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আবারও নেইমারের চোট, মাঠ ছাড়লেন কাঁদতে কাঁদতে

আপডেট সময় : ০৪:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আট বছর পর পরাজয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। ২-০ গোলে হেরেছে তাঁরা। তবে এই ফল নিয়ে যতটা না দুশ্চিন্তা হবে সেলেসাওদের, তাঁর চেয়ে বেশি দুশ্চিন্তা হবে ম্যাচের মধ্যে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে। নেইমার যে চোটে পড়েছেন!

বেশ বাজে ধরণের চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। ম্যাচের তখন ৪৪ মিনিট, প্রথমার্ধ শেষ হতে আর কিছুক্ষণ বাকি। দারউইন নুনিয়েসের কল্যাণে ততক্ষণে ১-০ গোলে এগিয়ে উরুগুয়ে। তখনই ঘটল বিপত্তি। নেইমার বল নিয়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিলেন, তখনই উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুস পেছন থেকে ট্যাকল করতে যান। ট্যাকলটা সময়মতো হয়নি, ফলে নেইমারের গোড়ালিতে আঘাত হানে দে লা ক্রুসের পা। ঠিকমতো সামলাতে না পেরে পড়ে যান নেইমার। পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে টাল সামলাতে চেয়েছিলেন, যা কারণে চাপ পড়ে হাঁটুর ওপর। ব্যস, সমস্যাটা হয়েছে সেখানেই। এরপরেই মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করেন আল হিলালে নাম লেখানো এই ফরোয়ার্ড।

এরপর নেইমার উঠে দাঁড়ানো তো দূর, বাম পায়ে ভর দিয়ে আর দাঁড়াতেই পারেননি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার। তাঁর জায়গায় মাঠে নামানো হয় টটেনহামের স্ট্রাইকার হিশার্লিসনকে।

জানা গেছে, চোটের ধরণ মোটেও ভালো নয় নেইমারের। টিএনটি স্পোর্তস ব্রাজিলের সাংবাদিক ভিতোর সের্হিও রদ্রিগেস জানিয়েছেন, শুরুতে যা তথ্য পেলাম নেইমারের চোট নিয়ে, তা অনেক খারাপ। যেতে যেতে ওর যা ছবি দেখলাম, সেটা আরও খারাপ। ওর বাঁ হাঁটুতে চোট লেগেছে। দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার চোটের সঙ্গে লড়াই করা নেইমারকে হয়তো আবারও দীর্ঘ চোটের সঙ্গে লড়াই করতে হবে।

গ্লোবোএস্পোর্তে জানিয়েছে, নেইমারের হাঁটু বাজেভাবে আঘাত পেয়েছে, তবে লিগামেন্ট ছিঁড়েছে কি না, সেটা কিছুক্ষণের মধ্যেই পরবর্তী পরীক্ষার মাধ্যমে জানা যাবে।