মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৫০৪ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘তাদের (বিএনপি) উত্থান খুনের মাধ্যমে। তারা এখনো খুনের রাজনীতি অব্যাহত রেখেছে।’
বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলে ৬০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানকে মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব আখ্যা দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘দেশটাকে তারা (বিএনপি) এখন বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়।’
শেখ রাসেলের আত্মার প্রতি তখনই সম্মান জানানো হবে যখন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। এমন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘শেখ রাসেল মাত্র ১০ বছরের অবুঝ শিশু ছিল। যে অবুঝ শিশু রাজনীতিই বুঝত না—তাকেও হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘সেদিনের খুনিরা ছিল নির্মম, বর্বর। কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেনকে (রা.) হত্যা করা তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলের মত শিশুকেও হত্যা করা হয়।’