হাসপাতালে হামলা করেছে অন্য কেউ: বাইডেন
- আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৪১২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই আজ বুধবার ইসরায়েল গেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিব এয়ারপোর্টে পৌঁছালে বাইডেনকে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় একে অপরকে জড়িয়ে ধরেন দুই নেতা।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, তেল আবিবে নেমেই গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বরাবরের মতো ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে গাজার হাসপাতালে বিমান হামলা প্রসঙ্গে নেতানিয়াহুকে বাইডেন বলেন, এই হামলা ইসরায়েলের কাজ হতে পারে না। কোনো ধরনের তথ্য–প্রমাণ ছাড়াই তিনি বলেন, এই হামলার পেছনে ‘অন্য দল’ আছে।
গাজার হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫০০গাজার হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫০০
জো বাইডেনের এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে। কারণ যুদ্ধ চলাকালীন এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল সফর করছেন। ইসরায়েল সফরে হামাসের সঙ্গে চলমান সংঘাত সমাধানসহ গাজায় মানবিক করিডোর খোলা এবং বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ প্রস্থানের ইস্যুতে নেতানিয়াহুর সাথে আলোচনা করবেন বাইডেন।
এদিকে গাজার আল-আহলিল আরব হাসপাতালে ইসরায়েলের হামলায় ৫০০ মানুষ নিহতের ঘটনায় বাইডেনের সঙ্গে আরব নেতাদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। বুধবার ইসরায়েল সফর শেষে জর্ডানে দেশটির বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের। জো বাইডেনের সঙ্গে বৈঠক বাতিলের পরই হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।