২২ বছর পর ব্রাজিল হারল উরুগুয়ের কাছে
- আপডেট সময় : ০৪:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
দারউইন নুনিয়েস, নিকোলাস দে লা ক্রুস। নাম দুটি বহুদিন মনে থাকবে ব্রাজিলিয়ান সমর্থকদের। আরও বেশি মনে থাকবে উরুগুইয়ান সমর্থকদের। এ দুজনের ‘কল্যাণে’ই ২২ বছর পর উরুগুয়ের কাছে হেরেছে সেলেসাওরা। ২০১৫ সালে সর্বশেষ চিলির কাছে সান্তিয়াগোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হেরেছিল ব্রাজিল। দুঙ্গা ছিলেন তখন ব্রাজিলের কোচ।
এরপর এতদিন ব্রাজিলকে কেউ হারাতে পারেনি। আট বছর পর উরুগুয়ে আবারও সে কাজটা করে দেখালো।
৪২ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন লিভারপুলের স্ট্রাইকার দারউইন নুনিয়েস। ৭৭ মিনিটে নুনিয়েসের সহায়তাতেই দ্বিতীয় গোল আসে উরুগুয়ের, গোল করেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুস।
আগের রাউন্ডেও পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। শেষ মূহুর্তে গোল খেয়ে ড্র করেছিল ভেনেজুয়েলার সঙ্গে। অর্থাৎ টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো তারা। ফর্মের যখন এই অবস্থা, তখনই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তারা। পরের রাউন্ডেই আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিলের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এসেছে উরুগুয়ে। শীর্ষে আর্জেন্টিনা।