দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৮:০০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) সকালে ঢাকেশ্বরী মন্দিরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময়ের ভেতরে আমরা যাতে বিসর্জন সম্পন্ন করতে পারি সেজন্য সবাই সচেষ্ট থাকবে। আমাদের সঙ্গে নৌ পুলিশ; তাদেরকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, পূজা উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে এটি যাতে মোকাবিলা করা যায় সেজন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল পূজা নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে পারে জানিয়ে কমিশনার বলেন, গুজব মনিটরিং করতে প্রস্তুত রয়েছে ডিএমপির সাইবার সেল।
আসন্ন নির্বাচনকে মাথায় রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার