আগামীকাল শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী
- আপডেট সময় : ০৭:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবের আর একদিনও বাকি নেই। দেবী দূর্গাকে বরণের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। দেশজুড়ে পুরোদমে চলছে শারদীয় উৎসবের প্রস্তুতি। এখন ব্যস্ততা দেবী দূর্গাকে পূজার বেদীতে পৌঁছে দেয়া আর মণ্ডপসজ্জার। সেই সাথে আলোয় আলোয় উৎসব ভরিয়ে দেয়ার আয়োজনও চলছে। উচ্ছ্বাস ছড়িয়েছে সবখানে।
ঢাকের বাদ্য বাজলো বলে। শঙ্খ আর উলুধ্বনিতে দেবীর আগমন ঘটবে মর্ত্যে। মহাষষ্ঠীতে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মন্দির-মণ্ডপে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। উৎসবের আমেজ এখন দেশজুড়ে।
কুমিল্লায় এ বছর ৮৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোয় প্রস্তুতি শেষ। সেজেছে চারপাশ, বর্ণিল আয়োজন আর আলোকসজ্জায়। দেবীকে বরণ করে নিতে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
আয়োজকরা জানালেন, পূজা নির্বিঘœ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। এখন সবাইকে নিয়ে উদযাপনের অপেক্ষা।
নাটোরে এবার ৩৯১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। দেবী দুর্গাকে সাজিয়ে তোলার কাজ শেষ। সিংহভাগ মণ্ডপে সাজসজ্জার পর্বও ফুরিয়েছে।
সকলের সহযোগিতায়, সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে সর্বজনীন এই উৎসব, এই প্রত্যাশা আয়োজকদের।